CDS Anil Chauhan: পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে ‘লক্ষণ রেখা’ টেনেছে ভারত, বড় খোলসা সেনা সর্বাধিনায়কের
CDS Anil Chauhan: আমি আশা করি, এই সেনা অভিযানের আমাদের প্রতিপক্ষকে কিছু শিক্ষা দিয়ে যাবে।' তিনি আরও বলেন, 'আমরা পাকিস্তানের সীমানা পেরিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত বায়ুপথে হামলা চালাতে সক্ষম।: সেনা সর্বাধিনায়ক

নয়াদিল্লি: সন্ত্রাসের বিরুদ্ধে লক্ষণ রেখা টেনেছে ভারত। শনিবার সিঙ্গাপুরে গিয়ে মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই বললেন দেশের সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে ওই দেশে গিয়েছেন তিনি। শনিবার সেখানেই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ টিভির সঙ্গে মুখোমুখি বসেন সেনা সর্বাধিনায়ক। ভারত-পাকিস্তান সংঘর্ষ, জঙ্গি দমন একাধিক বিষয় নিয়েই কথা বলেন তিনি।
সেনা সর্বাধিনায়ক বলেন, ‘আমরা গত দুই দশক ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। যার জন্য প্রচুর মানুষকেও হারিয়েছি আমরা। কিন্তু এবার সংঘর্ষে বিরতি আনা প্রয়োজন। ভারত যেটা করেছে তা হল, রাজনৈতিক ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে একটা রেখা টেনে দিয়েছে। আমি আশা করি, এই সেনা অভিযানের আমাদের প্রতিপক্ষকে কিছু শিক্ষা দিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের সীমানা পেরিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত বায়ুপথে হামলা চালাতে সক্ষম।’
উল্লেখ্য, সেনা অভিযানের সময় ভারতের কিছু কৌশলগত ভুল হয়েছিল বলেও স্বীকার করে নেন সেনা সর্বাধিনায়ক। তিনি বলেন, ‘সেনা অভিযানের প্রথম ধাপে কয়েকটা কৌশলগত ভুল হয়েছিল। কিন্তু আমরা সেগুলোকে শুধরে দুই দিনের মধ্যেই পাকিস্তানের উপর ভয়াবহ হামলা চালাই। যার ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি তারা।’
এমনকি, ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রমাগত মিথ্য়াচার চালিয়েছিল সেই কথাটাও বলেন তিনি। তাঁর কথায়, ‘ওরা বারবার নানা জায়গায় দাবি করেছে যে আমাদের ৬টা মতো রাফাল নাকি ধ্বংস করেছে, কিন্তু এই দাবি একেবারেই ভুয়ো।’ বলে রাখা ভাল, সংঘর্ষের শুরু থেকেই পাকিস্তানের একের পর এক মিথ্যাচারের ফাঁস করেছে ভারত। কখনও কর্নেল সোফিয়া কুরেশি, কখনও বা দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি। প্রত্যেকেই পাকিস্তানের করা মিথ্য়াচারগুলিকে ধরে ধরে খণ্ডন করেছেন। এবার বিদেশের মাটিতে সেই একই কৌশল সেনা সর্বাধিনায়কেরও।

