India-Pakistan Tension: পাকিস্তানকে আর ছাড় নয়, যোগ্য জবাব দিতে তিন বাহিনীই শানাচ্ছে আক্রমণ

India-Pakistan Tension: জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আক্রমণ করছে। সীমান্তেও লাগাতার গোলাবর্ষণ করছে।

|

May 09, 2025 | 7:43 PM

নয়া দিল্লি: যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলা থেকে শুরু। বেছে বেছে হিন্দু নিধন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সিঁদুরের বদলা নিয়েছে ভারত। ১৫ দিনের মধ্য়েই ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। কিন্তু পাকিস্তানের বেয়াদমি থামেনি তাতেও। আজ, ৯ মে-র রাত ৮টার পর থেকেই ভারতের উপরে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান।

জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আক্রমণ করছে। সীমান্তেও লাগাতার গোলাবর্ষণ করছে। চুপ নেই ভারতও। পাকিস্তানকে যোগ্য় জবাব দিচ্ছে ভারত। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। পাকিস্তানি যুদ্ধবিমানও গুলি করে নামানো হচ্ছে। ভারতের হাতে ধরা পড়েছে পাক পাইলট।

এখনও উত্তপ্ত পরিস্থিতি। জায়গায় জায়গায় ব্ল্য়াকআউট করা হয়েছে। পাকিস্তানে ঢুকে জবাব দিচ্ছে ভারত। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোট সহ ৭টি বড় শহরে হামলা চালাচ্ছে ভারত। নৌসেনা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের করাচি বন্দর।

নয়া দিল্লি: যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলা থেকে শুরু। বেছে বেছে হিন্দু নিধন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সিঁদুরের বদলা নিয়েছে ভারত। ১৫ দিনের মধ্য়েই ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। কিন্তু পাকিস্তানের বেয়াদমি থামেনি তাতেও। আজ, ৯ মে-র রাত ৮টার পর থেকেই ভারতের উপরে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান।

জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আক্রমণ করছে। সীমান্তেও লাগাতার গোলাবর্ষণ করছে। চুপ নেই ভারতও। পাকিস্তানকে যোগ্য় জবাব দিচ্ছে ভারত। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। পাকিস্তানি যুদ্ধবিমানও গুলি করে নামানো হচ্ছে। ভারতের হাতে ধরা পড়েছে পাক পাইলট।

এখনও উত্তপ্ত পরিস্থিতি। জায়গায় জায়গায় ব্ল্য়াকআউট করা হয়েছে। পাকিস্তানে ঢুকে জবাব দিচ্ছে ভারত। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোট সহ ৭টি বড় শহরে হামলা চালাচ্ছে ভারত। নৌসেনা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের করাচি বন্দর।