Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hemophilia: খরচ অনেক কম, হিমোফিলিয়া চিকিৎসায় বড় সাফল্য ভারতের

Hemophilia: ওই থেরাপিতে যারা অংশগ্রহণ করেছে, তাদের শরীরে তৈরি হয়েছে ফ্যাক্টর এইট। একটি রক্তপাত বন্ধ করার জন্য একটি প্রোটিন। এই পদ্ধতিতেই এই বিরল রোগের নিরাময় সম্ভব।

Hemophilia: খরচ অনেক কম, হিমোফিলিয়া চিকিৎসায় বড় সাফল্য ভারতের
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 11:23 PM

নয়া দিল্লি: হিমোফিলিয়ার চিকিৎসায় বড় সাফল্য পেল ভারত। এক বিশেষ থেরাপির মাধ্যমে সারিয়ে ফেলা সম্ভব হবে সিভিয়ার হিমোফিলিয়া। ভেলোরে ক্রিশ্চান মেডিক্যা কলেজে স্টেম সেল রিসার্চ (সিএসসিআর) করা হয়েছে। পাঁচজন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। আর তাতে ভাল ফল পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, হিউম্যান জিন থেরাপির মাধ্যমে চলছে এই চিকিৎসা। ভারতে প্রথমবার এই ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্ব করা হল। ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ সেই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে।

ওই থেরাপিতে যারা অংশগ্রহণ করেছে, তাদের শরীরে তৈরি হয়েছে ফ্যাক্টর এইট। একটি রক্তপাত বন্ধ করার জন্য একটি প্রোটিন। এই পদ্ধতিতেই এই বিরল রোগের নিরাময় সম্ভব।

হিমোফিলিয়া এ হল জেনেটিক সমস্যা। ফ্যাক্টর এইটের কারণে রক্তপাত বন্ধ হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ফলে অনিয়ন্ত্রিত রক্তপাত হয়। কোনও আঘাত ছাড়াই রক্তপাত হতে পারে। ফলে রোগীর শরীরে বড় ক্ষতি হতে থাকে। গোটা বিশ্বের মধ্যে হিমোফিলিয়া রোগীর সংখ্যায় দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। আক্রান্তের সংখ্যা অন্তত ১.৩৬ লক্ষ।

বর্তমানে রেগুলার ইনফিউশনের মাধ্যমে ফ্যাক্টর এইট দেওয়া হয়। তবে সেই চিকিৎসা অনেক খরচ সাপেক্ষ। বিশেষ করে শিশুদের অনেক অসুবিধা হয়, বারবার হাসপাতালেও যেতে হয়।