AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Military Strength: বিশ্বের সামরিক শক্তিশালী দেশের তালিকা প্রকাশ, কত নম্বরে ভারতের স্থান?

সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকার একেবারে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।

Military Strength: বিশ্বের সামরিক শক্তিশালী দেশের তালিকা প্রকাশ, কত নম্বরে ভারতের স্থান?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 4:16 PM
Share

নিউ ইয়র্ক: বর্তমানে বিশ্বের প্রায় সবকটি দেশই সামরিক শক্তি (Military Strength) বাড়াতে তৎপর। বলা যায়, কোন দেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী, সে ব্যাপারে ভিতরে-ভিতরে প্রতিযোগিতাও শুরু হয়েছে। সাধারণভাবে যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি, সেই দেশ সামরিক দিক থেকে ততটা শক্তিশালী বলে মনে করা হয়। পাশাপাশি স্থল, জল ও নৌ বাহিনীর শক্তিও তুলনীয়। সম্প্রতি ওয়ার্ল্ড ইনডেক্স (World Index)-এ সার্বিক দিক থেকে ২০২৩-এর বিশ্বের সামরিক দিক থেকে শক্তিশালী দেশগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের (India) স্থানও খুব একটা পিছনে নয়। তবে চিনের অবস্থার ভারতের উপরে। সামরিক দিক থেকে কোন দেশ কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে…

ওয়ার্ল্ড ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকার একেবারে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তৃতীয় স্থানে রয়েছে চিন। তারপর চতুর্থ স্থানে রয়েছে ভারত।

ওয়ার্ল্ড ইনডেক্সের সামরিক শক্তিশালী দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। তারপর ষষ্ঠ স্থানে দক্ষিণ কোরিয়া। আবার পাকিস্তান আর্থিক দিক থেকে দেউলিয়া হতে চললেও সামরিক দিক থেকে খুব একটা দুর্বল নয়। ওয়ার্ল্ড ইনডেক্সের রিপোর্টে পাকিস্তানের স্থান সপ্তম। এর পরে রয়েছে যথাক্রমে জাপান, ফ্রান্স, ইতালি। অস্ট্রেলিয়ার স্থান সামরিক শক্তিশালী দেশের তালিকার অনেকটাই নীচে, ১৬ নম্বরে। আর তালিকার একেবারে শেষে, ২০ নম্বর স্থানে রয়েছে পোল্যান্ড।