Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pak Border: ভারত-পাক সীমান্তে আবার উদ্ধার ড্রোন, পাওয়া গেল চিনের তৈরি কোয়াডকপ্টারও

India-Pak Border: জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পঞ্জাব পুলিশ ও বিএসএফ জওয়ানরা তরন-তারণের কালাশ হাভেলিয়ান গ্রামে যৌথ তল্লাশি চালায়। সেই সময় আধিকারিকদের নজরে আসে একটি ভাঙা ড্রোন। শুধু তাই নয়, একই সঙ্গে তাঁরা উদ্ধার করেন প্রায় ৫৫০ গ্রাম হেরোইন ভর্তি একটি প্যাকেট।

India-Pak Border: ভারত-পাক সীমান্তে আবার উদ্ধার ড্রোন, পাওয়া গেল চিনের তৈরি কোয়াডকপ্টারও
ড্রোন উদ্ধার Image Credit source: NDTV
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 9:33 PM

পঞ্জাব: সীমান্তে ফের উদ্ধার ড্রোন। শুধু তাই নয়, সঙ্গে উদ্ধার হয়েছে হেরোইনের মতো মাদকও। বিএসএফ সূত্রে খবর, পঞ্জাবের অমৃতসরের তরন-তারন ভারত-পাক সমীন্ত থেকে মাদক ও ড্রোন উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা। এর আগে পঞ্জাবের ফিরোজপুর জেলা থেকেও একবার ড্রোন উদ্ধার করেন জওয়ানরা।

জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পঞ্জাব পুলিশ ও বিএসএফ জওয়ানরা তরন-তারণের কালাশ হাভেলিয়ান গ্রামে যৌথ তল্লাশি চালায়। সেই সময় আধিকারিকদের নজরে আসে একটি ভাঙা ড্রোন। শুধু তাই নয়, একই সঙ্গে তাঁরা উদ্ধার করেন প্রায় ৫৫০ গ্রাম হেরোইন ভর্তি একটি প্যাকেট। শুধু তাই নয়, ওই গ্রামের একটি মাঠ থেকে চিনের তৈরি একটি কোয়াডকপ্টারও উদ্ধার করেছেন তাঁরা।

মূলত এই ড্রোনের সাহায্যে পঞ্জাব-পাকিস্থান সীমান্তের ওপার থেকে আসা মাদক চোরাকারবারিরা ব্যবহার করে থাকে। আর সেই পর্দা বারেবারে ফাঁস করেছেন বিএসএফ আধিকারিকরা। এর আগে গত ১৪ নভেম্বর পঞ্জাবের ফিরোজপুর সমীন্ত থেকে ড্রোন উদ্ধার করেছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। গুজরাট, রাজস্থান, পঞ্জাব, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গা থেকে একাধিকবার এমন সন্দেহজনক ড্রোন উদ্ধার হয়েছে। ফলত জওয়ানরা এই ড্রোনগুলির দিকে নজর রাখছেন।