India-Pakistan Tension: ৪টের বদলে ৮টা! পাকিস্তানকে ‘মিষ্টি জবাব’ দিল ভারত

India-Pakistan Tension: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনাবাহিনীর প্রধান, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত রয়েছেন।

|

May 10, 2025 | 2:19 PM

নয়া দিল্লি: পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। গুনে গুনে পাকিস্তানের প্রত্যাঘাত ফিরিয়ে দিয়েছে। সীমান্তে লাগাতার গোলাগুলি, ড্রোনের মাধ্যমে জনবসতিতে হামলার চেষ্টা তো করছিলই, এরপর ভারতের সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের ৪টি ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। পাল্টা জবাবে পাকিস্তানের ৮টি ঘাঁটিতে হামলা করেছে ভারত।

এদিন সকালেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক করে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছে। উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভূজের এয়ারবেসে হামলা করার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিটি হামলাই প্রতিহত করেছে ভারত।

পাল্টা জবাবে পাকিস্তানের আট জায়গায় হামলা চালিয়েছে ভারত। এগুলি হল শোরকোটের রফিকি এয়ার বেস,  পঞ্জাবের চাকওয়াল জেলার  মুরিদ এয়ারবেস,  চাকলালা ক্যান্টনমেন্ট, পঞ্জাবের  রহিম ইয়ার খান এয়ার বেস,
সিন্ধের সুকুর এয়ার বেস, পঞ্জাবের  চুনিয়ান ক্যান্টনমেন্ট, সিয়ালকোট এয়ার বেস ও পাসরুর রাডার সাইট।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনাবাহিনীর প্রধান, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত রয়েছেন।

নয়া দিল্লি: পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। গুনে গুনে পাকিস্তানের প্রত্যাঘাত ফিরিয়ে দিয়েছে। সীমান্তে লাগাতার গোলাগুলি, ড্রোনের মাধ্যমে জনবসতিতে হামলার চেষ্টা তো করছিলই, এরপর ভারতের সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের ৪টি ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। পাল্টা জবাবে পাকিস্তানের ৮টি ঘাঁটিতে হামলা করেছে ভারত।

এদিন সকালেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক করে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছে। উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভূজের এয়ারবেসে হামলা করার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিটি হামলাই প্রতিহত করেছে ভারত।

পাল্টা জবাবে পাকিস্তানের আট জায়গায় হামলা চালিয়েছে ভারত। এগুলি হল শোরকোটের রফিকি এয়ার বেস,  পঞ্জাবের চাকওয়াল জেলার  মুরিদ এয়ারবেস,  চাকলালা ক্যান্টনমেন্ট, পঞ্জাবের  রহিম ইয়ার খান এয়ার বেস,
সিন্ধের সুকুর এয়ার বেস, পঞ্জাবের  চুনিয়ান ক্যান্টনমেন্ট, সিয়ালকোট এয়ার বেস ও পাসরুর রাডার সাইট।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনাবাহিনীর প্রধান, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত রয়েছেন।