Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একদিনে বছরের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত! ভয় বাড়ছে ভারতে

গত ২৪ ঘণ্টায় মোট করোনা হয়ে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। যার ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪৪।

একদিনে বছরের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত! ভয় বাড়ছে ভারতে
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 1:42 PM

নয়া দিল্লি: গত বছর করোনা আক্রান্তের একের পর এক রেকর্ড দেখেছিল ভারত। তারপর ক্রমেই কমেছে করোনা আক্রান্তর সংখ্যা। কিন্তু নতুন বছর শুরু হওয়ার পর হাতে ভ্যাকসিন এলেও বিগত কয়েক মাস থেকে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯০৩ জন। যা এই বছরে একদিনের নিরিখে সবচেয়ে বেশি।

করোনার বাড়াবাড়ি রুখতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আজ অর্থাৎ বুধবার বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রীর। এ দিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়ার কথা ছিল সেই বৈঠকের। তবে দেশে করোনা রুখতে ফের যে কোনও বড়সড় পদক্ষেপ করতে পারে কেন্দ্র, সে কথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। নাগপুরে লকডাউন জারি হওয়ার পর রাজেশ ভূষণ জানিয়েছিলেন, কেন্দ্র সরকারকে ফের করোনা রুখতে পুরনো পন্থায় ফিরতে হবে।

গত ২৪ ঘণ্টায় মোট করোনা হয়ে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। যার ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪৪। এখন দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১০,৯৭৪ বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৪০৬। এর আগে ১৩ ডিসেম্বর একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ২৫৪ জন। ৭ অগস্ট দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছিল। ২৩ অগস্ট ৪০ লক্ষ হয় দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা। ১৬ সেপ্টেম্বর দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬০ লক্ষ ছড়ায়। ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ ও ১৯ ডিসেম্বর দেশে মোট করোনা আক্রান্তর সংখ্য ১ কোটি ছাড়ায়। ক্রমশ উর্ধ্বমুখী এই করোনা আক্রান্তদের মধ্যে সিংহভাগেরই ঠিকানা গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ু।

আরও পড়ুন: মন্ত্রীর সঙ্গে অশ্লীল ভিডিয়ো ভাইরাল হতেই ‘নিখোঁজ’ মেয়ে, অপহরণের অভিযোগ পরিবার