COVID-19 Update: সংক্রমণে সামান্য স্বস্তি, ৭ হাজারের গণ্ডিতে নেমে এল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

COVID-19 in India: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৩৩ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৫৩ হাজারের গণ্ডি পার করেছে।

COVID-19 Update: সংক্রমণে সামান্য স্বস্তি, ৭ হাজারের গণ্ডিতে নেমে এল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 11:01 AM

নয়া দিল্লি: সপ্তাহের শেষ ভাগে এসে সামান্য স্বস্তি করোনা সংক্রমণে (COVID-19)। গতকালের তুলনায় সামান্য কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৩৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল। বর্তমানে সক্রিয় রোগীর (Active Case) সংখ্য়া ৫৩ হাজারের গণ্ডি পার করেছে। করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের

সপ্তাহের শুরু থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও বিগত কয়েকদিন ধরে কমতে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৩৫৫ জন, যা আগদেরদিনের দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় ২.৮ শতাংশ কম ছিল। এ দিন সেই সংক্রমণ আরও কিছুটা কমে ৭ হাজারের গণ্ডিতে নেমে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৩৩ জন।  বর্তমানে দেশে মোট আক্রান্তের ০.১২ শতাংশ সক্রিয় রোগী।

অন্যদিকে, একদিনেই দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। এরমধ্যে কেরলে ১৬টি পুরনো করোনায় মৃত্যুর নথি যোগ করা হয়েছে। একদিনে ৪৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৪৬৮-এ বেড়ে দাঁড়িয়েছে। দেশে করোনায় মৃত্য়ুহার ১.১৮ শতাংশ। তবে কিছুটা স্বস্তি মিলছে সুস্থতার হারে। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

যে রাজ্যগুলিতে সংক্রমণ সবথেকে বেশি বাড়ছে, তার মধ্যে অন্যতম হল দিল্লিতে। স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ১৬.৯০ শতাংশ। তবে চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যাই। বিগত দুই দিন ধরে দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যু হচ্ছে ৭ জনের।