AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: অন্ধকারে সেনার ‘কামাল’ থেকে দফায় দফায় মোদীর বৈঠক! শেষ ২৪ ঘণ্টায় কতটা কৌশল তৈরি করল ভারত?

India vs Pakistan: রবিতে সকাল থেকে সেনার অন্দরে বিশেষ অভিযান কিংবা মহড়ার জন্য নড়নচড়ন দেখা না গেলেও, রাতের দিকে একেবার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা।

India vs Pakistan: অন্ধকারে সেনার 'কামাল' থেকে দফায় দফায় মোদীর বৈঠক! শেষ ২৪ ঘণ্টায় কতটা কৌশল তৈরি করল ভারত?
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: May 05, 2025 | 5:05 PM
Share

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে একটা সপ্তাহের অধিক সময়। এই সময়কালে একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঘটনার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত হয়েছে একাধিক চুক্তি, বন্ধ হয়েছে সীমানা। সব মিলিয়ে দুই দেশের মধ্যে একেবারে টানটান উত্তেজনা।

উল্লেখ্য, প্রতিদিনই যেন একটা নতুন অভিযান। দফায় দফায় চলছে বৈঠক। পুলওয়ামা হামলার পরেও কোনও রা কাটেনি ভারত। চালিয়েছিল সরাসরি হামলা। কিন্তু এবার যেন একটু খোলাখুলিই ‘যুদ্ধে’ নামছে নয়াদিল্লি। কার্যত ‘ঘোষণা’ করেই চলছে একের পর এক বৈঠক। আলোচনা চলছে বিশ্বনেতাদের সঙ্গেও।

গত ২৪ ঘণ্টায় মহড়া থেকে প্রতিরক্ষা বৈঠক ঠিক যা যা করল ভারত

রবিতে সকাল থেকে সেনার অন্দরে বিশেষ অভিযান কিংবা মহড়ার জন্য নড়নচড়ন দেখা না গেলেও, রাতের দিকে একেবার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, রাত ৯টায় ভারত-পাকিস্তান সীমান্তের একদম লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া করে বায়ুসেনা। সীমান্ত লাগোয়া এলাকা হওয়া ঘাঁটি একেবারে অন্ধকার করে দিয়ে মহড়া চালায় সেনা।

এছাড়াও, সেদিনই বিশেষ কোনও বৈঠকে যোগ না দিলেও, দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘যারা আমাদের দেশে আক্রমণ করেছে, তাদের উপযুক্ত জবাব দেওয়ার দায়িত্ব আমার।’

প্রসঙ্গত, রবিবার তুলনামূলক ভাবে স্থিতিশীল ছিল পরিস্থিতি। সোমের সকাল হতেই চড়ে নতুন বৈঠকের জল্পনা। সূত্রের খবর, এদিন পহেলগাঁও হামলা প্রসঙ্গে দেশের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। জানা যায়, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। ইতিমধ্যেই সেনা-নৌবাহিনী ও বায়ুসেনার কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সব শেষে বৈঠক সেরে নিলেন প্রতিরক্ষা সচিবের সঙ্গেও।

এখানেই শেষ নয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা ঘটনায় গভীর ভাবে সমবেদনা জানানোর পাশাপাশি, হামলার চক্রীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহলের দাবি, রাশিয়া যে সন্ত্রাস দমনে ভারতেরই পাশে দাঁড়িয়ে, সেই ইঙ্গিত দিতেই ছিল এই ফোনকল।