পালাবে কোথায়, পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত

India-Pakistan Tension:  ভারত ও পাকিস্তানের ১২৫টিরও বেশি যুদ্ধবিমান আজ আকাশে লড়েছে। তার মধ্যেই ভারতের বড় সাফল্য়। একের পর এক যুদ্ধবিমানকে ধ্বংস করছে ভারত।

পালাবে কোথায়, পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত
ধ্বংস করা হল পাক যুদ্ধবিমান।Image Credit source: X

|

May 09, 2025 | 7:43 PM

পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামাল ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত। ইতিমধ্য়েই এফ-১৬ ও এফ-১৭ যুদ্ধবিমানও ধ্বংস করেছে ভারত। এবার পাঠানকোটে পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমান নামানো হল।

ভারত ও পাকিস্তানের ১২৫টিরও বেশি যুদ্ধবিমান আজ আকাশে লড়েছে। তার মধ্যেই ভারতের বড় সাফল্য়। একের পর এক যুদ্ধবিমানকে ধ্বংস করছে ভারত। আগেই ভারত জানিয়েছিল, পাকিস্তানের দুটি এফ-১৭ বিমান ধ্বংস করে নামানো হয়েছে। আজ রাতে যখন সংঘর্ষ শুরু হয়, তখন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ঢুকে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু তাকে প্রতিহত করে ভারতের সেনা। গুলি করে নামানো হয় ওই যুদ্ধবিমানকে। ধরা হয়েছে বিমানের পাইলটকেও। এবার আরও একটি যুদ্ধবিমান ধ্বংস করার খবর মিলল।

শুধু আকাশপথেই নয়, নিয়ন্ত্রণ রেখাতেও ব্য়াপক গোলাগুলি চলছে। অন্যদিকে ভারতীয় নৌসেনাও আঘাত করেছে করাচি বন্দরে। তছনছ করে দেওয়া হয়েছে বন্দর।