India-Pakistan: ভারতের আরও এক স্ট্রাইক! পাকিস্তানের বিমান ঢুকতেই পারবে না ভারতের এয়ারস্পেসে
India-Pakistan: ভারতের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে পাকিস্তান। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে।

নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার পর এবার ফের এক বড় পদক্ষেপ করল নয়া দিল্লি। পাকিস্তানের কোনও বিমান প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। বুধবার রাতে এই ঘোষণা করেছে ভারত। আগামী ২৩ মে পর্যন্ত কোনও পাক বিমান চলাচল করতে পারবে না ভারতের আকাশে।
জঙ্গি হামলায় ২৭ জনের মৃত্যুর পর একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। পরে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আর সেই ঘোষণার ৬ দিন পর ভারতও আকাশসীমা বন্ধ করে দিল।
ভারতের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে পাকিস্তান। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে।
একটি সুত্রের দাবি, পগেলগাঁও’তে ভয়াবহ জঙ্গি হামলার পর যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে তাতে ইতিমধ্যেই ভারতের আকাশসীমা এড়িয়ে ভিন দেশে যাচ্ছে পাক বিমানগুলি।
অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। আর এই নিষেধাজ্ঞার ফলে কোনও বিমানকেই এই নির্দিষ্ট আকাশসীমার মধ্যে চলাচল করতে দেওয়া হবে না। এমনকী ভারতের জন্যেও পাকিস্তানের আকাশপথ বন্ধের কথা জানিয়েছে শরিফ সরকার।
