
নয়া দিল্লি: ভারতে লাগাতার হামলার চেষ্টা পাকিস্তানের। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে। এবার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে। শেষ আপডেট অনুযায়ী, পাকিস্তানের ৭ শহরে হামলা চালিয়েছে ভারত। সিয়ালকোটে মুহুর্মুহু মিসাইল বর্ষণ হচ্ছে।
জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে একযোগে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। ড্রোন দিয়ে আকাশপথে হামলার চেষ্টা করছে লাগাতার। তবে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তান। তাদের ড্রোনগুলিকে ধ্বংস করছে ভারতীয় সেনা। পাশাপাশি প্রত্য়াঘাতও চালাচ্ছে পাকিস্তানে।
জানা গিয়েছে, লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে ভারত। সেখানে লাগাতার বিস্ফোরণ হচ্ছে। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইসলামাবাদের বাড়ির পাশেও বিস্ফোরণ হয়েছে। শরিফের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরেই বড়সড় মাপের বিস্ফোরণ হয়েছে।
প্রসঙ্গত, আজ সকালেই লাহোরের ওল্ড বিমানবন্দর থেকে শুরু করে করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে। এগুলি পাকিস্তানের হামলার পাল্টা জবাবেই ভারত ড্রোনের মাধ্য়মে দিয়েছিল। ধ্বংস করে দেওয়া হয়েছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম।