AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UNSC: বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলবে ভারত, বড় পদক্ষেপ নয়াদিল্লির

UNSC: ভারতের প্রত্যাঘাতের পর বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলার চেষ্টা করে। ভারতীয় সেনা প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। দুই দেশের মধ্যে সংঘাতের আবহে ভারত জানায়, ভারতীয় সেনা কোনও হামলা চালায়নি। শুধুমাত্র হামলা প্রতিহত করেছে।

UNSC: বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলবে ভারত, বড় পদক্ষেপ নয়াদিল্লির
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে টিম পাঠাচ্ছে ভারতImage Credit: PTI
| Updated on: May 11, 2025 | 6:46 PM
Share

নয়াদিল্লি: সংঘর্ষবিরতিতে সম্মত হয়েও সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। পাকিস্তান বারবার দাবি করছে, তারাও সন্ত্রাসবাদের শিকার। কিন্তু, পাকিস্তানের এই মুখোশ এবার বিশ্বমঞ্চে খুলে দিতে চলেছে ভারত। সূত্রের খবর, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের যোগের প্রমাণ এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) হাতে তুলে দিতে চলেছে ভারত। এর জন্য ইউএনএসসি-তে একটি টিম পাঠাচ্ছে নয়াদিল্লি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের টানাপোড়েন বেড়েছে। ওই জঙ্গিরা বেছে বেছে পরিচয় জেনে হামলা চালিয়েছিল। জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। ওই হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেন। ভারত অবশ্য স্পষ্ট করে দেয়, অপারেশন সিঁদুরে শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ নাগরিকের উপরও আঘাত হানা হয়নি।

কিন্তু, ভারতের প্রত্যাঘাতের পর বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলার চেষ্টা করে। ভারতীয় সেনা প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। দুই দেশের মধ্যে সংঘাতের আবহে ভারত জানায়, ভারতীয় সেনা কোনও হামলা চালায়নি। শুধুমাত্র হামলা প্রতিহত করেছে। হামলার জবাব দিয়েছে। পহেলগাঁওয়ে প্রথম হামলা পাকিস্তানই শুরু করে বলে স্পষ্ট করে দেয় ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগের কথাও জানায়।

গতকাল পাকিস্তানের আবেদন মেনে ভারতে সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার পরও পাক সেনা গোলাবর্ষণ করেছে। যেকোনও হামলার যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। এবার পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের হাতে তুলে দিতে চলেছে ভারত। আগামী সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে। সেখানে পাকিস্তানের জঙ্গি যোগের সাম্প্রতিক প্রমাণ তুলে দেবে ভারত। বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দেবে।

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।