AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Spy Satellite: মহাকাশে ‘অতীন্দ্র প্রহরী’ পাঠাবে ভারত! নজরদারি চালাবে চরেদের গতিবিধির উপর

India Spy Satellite: এর আগে অন্য সকল চর কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি চালানোর জন্য একই রকম প্রযুক্তির ব্যবহার করে মহাকাশে 'যান্ত্রিক চর' পাঠিয়েছে আমেরিকা, রাশিয়া ও চিনের মতো দেশ। এবার সেই তালিকায় নাম লেখানোর পরিকল্পনা করছে ভারতও।

India Spy Satellite: মহাকাশে 'অতীন্দ্র প্রহরী' পাঠাবে ভারত! নজরদারি চালাবে চরেদের গতিবিধির উপর
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 1:40 PM

নয়াদিল্লি: আকাশ থেকে কেউ নজর রাখছে না তো আপনার উপর? নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার আসরে নামছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, শীঘ্রই মহাকাশে থাকা চর কৃত্রিম উপগ্রহগুলির উপর নজরদারি চালাতে নিজেদের চর উপগ্রহ তৈরি করবে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি প্রকল্পের আওতাতেই তৈরি হবে এই নতুন উপগ্রহটি। যা নজর রাখবে অন্য় সকল চর কৃত্রিম উপগ্রহের গতিবিধিতে।

সাধারণ ভাবেই এই উপগ্রহ তৈরির কাজ করবে দেশের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা ISRO। দ্যা প্রিন্টকে এক ইসরোর বর্ষীয়ান গবেষক জানিয়েছেন, ‘আগামী দিনে ভারত মহাকাশে নিজের উপস্থিতিকে আরও বাড়াতে নানা প্রকল্প আনছে। এই উদ্যোগটাও সেই প্রকল্পেরই অংশ।’

এর আগে অন্য সকল চর কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি চালানোর জন্য একই রকম প্রযুক্তির ব্যবহার করে মহাকাশে ‘যান্ত্রিক চর’ পাঠিয়েছে আমেরিকা, রাশিয়া ও চিনের মতো দেশ। এবার সেই তালিকায় নাম লেখানোর পরিকল্পনা করছে ভারতও।

কিন্তু কীভাবে অন্য সকল চর কৃত্রিম উপগ্রহগুলির উপর নজরদারি চালাবে এই নয়া প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ? এই উপগ্রহের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে নিজেকে চালনের ক্ষমতা রয়েছে। যার জেরে অন্য উপগ্রহগুলির অবস্থান সম্পর্কিত তথ্য, এই উপগ্রহটি কক্ষপথে ঘুরে ঘুরে তুলে আনতে সক্ষম।

গত মাসেই মহাকাশে দেশের অভ্যন্তরীণ বিপর্যয়, বন্যা নানা পরিস্থিতি ম্যাপিংয়ের জন্য আকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠানোর কথা ছিল ইসরোর। সেই সূত্র ধরেই শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল ইসরোর রকেট। এটি ছিল তাদের ১০১ তম অভিযান। কিন্তু উৎক্ষেপণের সাত মিনিটের মাথায় ব্যর্থ হয় তা।