AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu & Kashmir: জঙ্গলে লুকিয়ে থাকার সময় কী খেত জঙ্গিরা জানেন? সেনার হাতে খতম হওয়ার পর যা যা মিলল জানলে ‘মাথা ঘুরে যাবে’

Indian Army: এখনও অবধি জানা গিয়েছে, এরা প্রত্যেকেই সোপিয়ানের স্থানীয় ব্যক্তি। তবে চমকে দেওয়ার মতো ছবি যে, যে পরিমাণ গুলি এদের কাছে মজুত ছিল তাতে কিন্তু এরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারত।

Jammu & Kashmir: জঙ্গলে লুকিয়ে থাকার সময় কী খেত জঙ্গিরা জানেন? সেনার হাতে খতম হওয়ার পর যা যা মিলল জানলে 'মাথা ঘুরে যাবে'
নিকেশ তিন জঙ্গিImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 14, 2025 | 2:09 PM
Share

নয়া দিল্লি: মঙ্গলবার নিকেশ হয় তিন জঙ্গি। সোপিয়ানে অপারেশন ‘কেল্লার’ চালায় ভারতীয় সেনা। সেখানেই নিকেশ এই তিনজন। এই তিনজনের নামে আগেই পোস্টার দেওয়া হয়েছিল। সেই সূত্রে ধরে কাশ্মীর পুলিশের কাছে এদের তথ্য আসে। গোপন সেই তথ্যের ভিত্তিতেই গতকাল গুলির লড়াই হয়। আর তারপরই নিকেশ হয় তিনজন। সোপিয়ানের সেই মিলিটারি অপারেশনে নিহত জঙ্গিদের কাছ থেকে কী কী উদ্ধার হয়েছে জানলে চোখ কপালে উঠবে।

জানা গিয়েছে, এই সকল জঙ্গিরা স্কুল ব্যাগ নিজেদের সঙ্গে রেখেছিল। দীর্ঘদিন ধরে জঙ্গলে লুকিয়ে ছিল তারা। জঙ্গলে থাকার দরুণ খাবারের যাতে অভাব না হয় সেই কারণে তাদের কাছে বিস্কুট আর ড্রাই ফ্রুটস ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাগাজিন, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এখনও অবধি জানা গিয়েছে, এরা প্রত্যেকেই সোপিয়ানের স্থানীয় ব্যক্তি। তবে চমকে দেওয়ার মতো ছবি যে, যে পরিমাণ গুলি এদের কাছে মজুত ছিল তাতে কিন্তু এরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারত।

ঠিক কী কী সামগ্রী উদ্ধার হয়েছে?

মঙ্গলবার সোপিয়ানে মিলিটারি অপারেশনে নিহত তিন জঙ্গির কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র,গ্রেনেড,বুলেট। উদ্ধার বান্ডিল-বান্ডিল ভারতীয় টাকা। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার জন্য পর্যাপ্ত বিস্কুট,খাবার। সঙ্গে ছিল সেনাবাহিনীর পোশাক। এখন প্রশ্ন উঠছে, এই তিনজন ছাড়া আর কতজন জঙ্গি সোপিয়ানে লুকিয়ে রয়েছে, তাদের কাছে কী ধরনের অস্ত্র মজুত আছে তা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

উল্লেখ্য, সেনাবাহিনীর হাতে শেষ হওয়া তিন জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। তবে দু’জন হল শাহিদ কুট্টে। বাড়ি চটিপোড়া হিরপোড়া। লস্কর ই তৈবায় ক্যাটাগরি এ-তে যোগদান করে।দ্বিতীয় জঙ্গির নাম আদনান সফি দার। বাড়ি ওয়ান্দুনা মেলহোরা। ২০২৪ সালে লস্কর ই তৈবায় ১৮ অক্টোবর ক্যাটাগরি সি-তে যোগদান করে।