AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: কাশ্মীর ঘুরতে গিয়ে আটকে পড়েছেন? ফেরার জন্য রইল স্পেশাল ট্রেনের খোঁজ

Railways: এই পরিস্থিতিতে কাশ্মীরে থাকা পর্যটকরা ফেরার চেষ্টা করছেন। অতিরিক্ত বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি এবার ট্রেনেরও ব্যবস্থা করা হল।

Railways: কাশ্মীর ঘুরতে গিয়ে আটকে পড়েছেন? ফেরার জন্য রইল স্পেশাল ট্রেনের খোঁজ
কাশ্মীরের পর্যটকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা।Image Credit: PTI
| Updated on: Apr 25, 2025 | 12:34 PM
Share

নয়া দিল্লি: স্বপ্নের মতো সাজানো উপত্যকা, পর্যটকদের রক্তে ভাসল সেই উপত্যকা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। ২৬ জন নিরাপরাধ পর্যটককে হত্যা করে জঙ্গিরা, তাও আবার ধর্ম জেনে। আহত আরও কমপক্ষে ২০ জন। জঙ্গি হামলার পরই বন্ধ করে দেওয়া হয়েছে বৈসরণ। পর্যটকদের দ্রুত ফিরে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে কাশ্মীরে থাকা পর্যটকরা ফেরার চেষ্টা করছেন। অতিরিক্ত বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি এবার ট্রেনেরও ব্যবস্থা করা হল।

দ্রুত কাশ্মীর ছাড়তে চান পর্যটকরা। অনেকে বিনা রিজার্ভেশনেই ট্রেনে উঠছেন। ভিড় সামলাতে উত্তর রেলওয়ের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।  কাটরা থেকে দিল্লি পর্যন্ত বিশেষ ট্রেন চালু করা হয়েছে। গত ২৩ এপ্রিল থেকেই এই বিশেষ ট্রেন চলছে, রাত ৯টা ২০ মিনিটে এই ট্রেন কাটরা থেকে ছাড়বে। যাত্রীদের সুবিধার জন্য উধমপুর ও জম্মু-তাওয়াই স্টেশনেও থামবে। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি পৌঁছবে এই ট্রেন।

এছাড়াও শ্রীনগর-দিল্লি ও শ্রীনগর-মুম্বই রুটে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ট্রেনের সময়সূচি ও বুকিং করা যেতে পারে।