Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Envoy’s death in Palestine: অর্থনীতিতে ডিগ্রি, কাবুলেও করেছিলেন কাজ! প্যালেস্তাইনে উদ্ধার ভারতীয় প্রতিনিধির মৃতদেহ

Indian Envoy's death in Palestine: মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে প্য়ালেস্তাইনের শীর্ষ নেতৃত্বরাও শোক প্রকাশ করেছেন। তাঁর কর্মস্থল থেকেই রবিবার নিথর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

Indian Envoy's death in Palestine: অর্থনীতিতে ডিগ্রি, কাবুলেও করেছিলেন কাজ! প্যালেস্তাইনে উদ্ধার ভারতীয় প্রতিনিধির মৃতদেহ
মুকুল আর্য। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 7:15 AM

নয়া দিল্লি: ভিনদেশে রহস্যমৃত্যু ভারতীয় প্রতিনিধির (Indian Envoy)। রবিবার প্যালেস্তাইনে (Palestine) ভারতের প্রতিনিধি মুকুল আর্য(Mukul Arya)-র কর্মস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।  রামাল্লায় (Ramallah) ভারতীয় মিশনে গিয়েছিলেন তিনি,  তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) টুইট করে ওই ভারতীয় প্রতিনিধির মৃত্যুর খবর জানান।

২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষায় পাশ করে বিদেশমন্ত্রকের কাজে যোগ দেন মুকুল আর্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। প্যালেস্তাইনে যাওয়ার আগে তিনি কাবুল ও মস্কোয় ভাতীয় দূতাবাসেও কাজ করেছিলেন। এছাড়া প্যারিসে ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছিলেন। নয়া দিল্লিতে বিদেশমন্ত্রকের  সদর দফতরের বেশ কিছু সময়ের জন্য তিনি কাজ করেছিলেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবারই টুইটে শোক প্রকাশ করে মুকুল আর্যের মৃত্যুর কথা জানান। তিনি লেখেন, “প্যালেস্তাইনের রামাল্লায় ভারতীয় প্রতিনিধি শ্রী মুকুল আর্যের প্রয়াণের খবরে অত্যন্ত চকিত ও দুঃখিত। উনি একজন অত্যন্ত উজ্জ্বল ও দক্ষ আধিকারিক ছিলেন। তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল। তাঁর পরিবার ও প্রিয়জনেদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।”

মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে প্য়ালেস্তাইনের শীর্ষ নেতৃত্বরাও শোক প্রকাশ করেছেন। তাঁর কর্মস্থল থেকেই রবিবার নিথর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। প্যালেস্তাইনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের প্রতিনিধি মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে তারা সকলেই চকিত। বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “দুঃখজনক এই খবর পাওয়া মাত্রই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মহম্মদ স্তেহার তরফে নির্দেশ দেওয়া হয় যে মুকুলের মৃত্যুর কারণ জানতে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্বাস্থ্য ও ফরেন্সিক সায়েন্সের কর্মীরা যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা কিছু করা প্রয়োজন, তা করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুকুল আর্যের দেহ ফেরত পাঠানোর জন্য সে দেশের বিদেশমন্ত্রকের তরফে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী রিয়াদ-আল-মালিকি সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুকুলের দেহ ফিরিয়ে নিয়ে যেতে ভারত সরকারের যাবতীয় কার্যে প্যালেস্তাইনের তরফে সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।