Russia-Ukraine Conflict : স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, তা সত্ত্বেও ইউক্রেন থেকে দেশে ফিরতে চাইলেন না ভারতীয় নাগরিক!
Russia-Ukraine Conflict : যুদ্ধের সাইরেনে ইউক্রেনে থাকা মানুষের ঘুম উড়েছে রাতের। এরকম একটি পরিস্থিতি থেকে পালানোর সুযোগ হাতছাড়া করলেন এক ভারতীয় নাগরিক। হাতে সুযোগ থাকতেও তিনি দেশে ফিরতে রাজি হলেন না। কিন্তু এর পিছনে কারণটা কী?
কিয়েভ : রাশিয়া-ইউক্রেনের সংঘাতে ইউক্রেনে আটকে পড়েছিল বহু ভারতবাসী। ভারত সরকার তাঁদের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ উদ্ধারাভিযান চালু করেছে। ইউক্রেনে আটকে পড়া অধিকাংশ ভারতীয়কেই ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। আজ উদ্ধারাভিযানের শেষ দফা ছিল। ইউক্রেনে প্রাণ বাজি রেখে প্রতিনিয়ত নিঃশ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে। এই মুহূর্তে বেঁচে থাকলেও কেউ কোনও গ্য়ারান্টি দিতে পারবে না, পর মুহূর্তেও তিনি জীবিত থাকবেন কিনা। যুদ্ধের সাইরেনে ঘুম উড়েছে রাতের। এরকম একটি পরিস্থিতি থেকে পালানোর সুযোগ হাতছাড়া করলেন এক ভারতীয় নাগরিক। হাতে সুযোগ থাকতেও তিনি দেশে ফিরতে রাজি হলেন না। কিন্তু এর পিছনে কারণটা কী?
‘অপারেশন গঙ্গা’ র অধীনে উদ্ধারাভিযানে ভারতে ফিরতে নাকচ করে দিলেন এক ভারতীয় নাগরিক। তাঁকে বলা হয়েছিল তিনি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারবেন না। কারণ তাঁর স্ত্রী ভারতীয় নাগরিক নন। সেই কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ভারতের উদ্ধারাভিযানে সেই মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে না। গগন সংঘাতের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রী এবং পরিবারকে ছেঁড়ে পালিয়ে যেতে পারবেন না। তাঁর স্ত্রী ৮ মাসের সন্তানসম্ভবা। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা পোল্যান্ডে চলে যাব। বর্তমানে লাভিভে একজন বন্ধুর বাড়িতে আমরা রয়েছি।”
I'm an Indian citizen, can go to India but not my wife, who is a #Ukrainian;have been told that only Indians will be evacuated;can't leave my family here. My wife is 8-months pregnant, will be moving to Poland. We're currently at a friend's place in Lviv:Gagan, who fled from Kyiv pic.twitter.com/r3hWJDbgNU
— ANI (@ANI) March 6, 2022
প্রসঙ্গত, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল। তার ঠিক দুই দিন পর থেকেই অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ভারত ‘অপারেশন গঙ্গার’ অধীনে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়ের দেশে ফিরিয়ে আনতে শুরু করে। রুশ রকেট হামলায় ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ভারতের পক্ষে তার নাগরিকদের সরাসরি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইউক্রেনের সীমান্ত দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গারি এবং মলডোভা দিয়ে ঘুরপথে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়েছে। আজ শেষ দফার উদ্ধারাভিযান চলছে।
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মাতৃভূমিকে বাঁচাতে হবে, রুশ সেনাকে ঠেকাতে হাতে অস্ত্র আম ইউক্রেনীয়দের