AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi Adityanath: ‘কারও সঙ্গে অবিচার করা চলবে না’, জনতা দর্শনে বেরিয়ে পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা যোগীর

Yogi Adityanath: জনতা দর্শন কর্মসূচিতে সোমবার প্রায় ৪০০ মানুষের সঙ্গে কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর জনতা দর্শনে মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, ডিজিপি বিজয় কুমার এবং মুখ্য সচিব স্বরাষ্ট্র সঞ্জয় প্রসাদও উপস্থিত ছিলেন।

Yogi Adityanath: ‘কারও সঙ্গে অবিচার করা চলবে না’, জনতা দর্শনে বেরিয়ে পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা যোগীর
'জনতা দর্শন' কর্মসূচিতে যোগী আদিত্যনাথ Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 3:48 PM
Share

লখনউ: শুনতে হবে মানুষের সমস্যার কথা, করতে হবে সমাধান। এ বিষয়ে কোনও গড়িমসি করা যাবে না। জনতা দর্শন কর্মসূচিতে বেরিয়ে সরকারি আধিকারিকদের কড়া বার্তা দিতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। সোমবার সকালে গোরক্ষনাথ মন্দির চত্বরে যান যোগী। সেখানে প্রায় ৪০০ জনেরও বেশি মানুষের সঙ্গে দেখা করেন, তাঁদের সমস্যার কথা শোনেন। কেউ এসেছিলেন জমি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য, কেউ এসেছিলেন আবার চিকিৎসার সাহায্যের জন্য। কেউ আবার এসেছিলেন আরও নানা আইনি সমস্যা নিয়ে। সকলের সমস্যার কথাই গুরুত্ব সহকারে শোনেন মুখ্যমন্ত্রী। দ্রুত সেগুলি সমাধানেরও আশ্বাস দেন। সাফ বলের তাঁর আমলে সকলেই পাবেন সুবিচার। 

যোগীর জনতা দর্শনে মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, ডিজিপি বিজয় কুমার এবং মুখ্য সচিব স্বরাষ্ট্র সঞ্জয় প্রসাদও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এদিন জনতা দর্শনে সিংহভাগ মানুষই এসেছিলেন অবৈধ জমি দখল, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, পারিবারিক ঝামেলা নিয়ে। তবে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বেশ কিছু আবেদন জমা পড়ে। সূত্রের খবর, সকলেই আশ্বস্ত করে যোগী সাফ জানিয়েছেন, সরকারের কোষাগারে যথেষ্ট অর্থ রয়েছে। যা দিয়ে সহজেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে সরকার। অর্থাভাবে রাজ্যের কোনও মানুষের চিকিৎসাই বন্ধ হবে না। 

অন্যদিকে সম্পত্তিগত বিবাদ, রাজস্ব ও যে সমস্ত আইনি জটিলতা সংক্রান্ত সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত নিষ্পত্তি করার জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। সাফ বলেন, কারও প্রতি অবিচার করা চলবে না। মন দিয়ে প্রত্যেকের কথা শুনতে হবে। সমস্যার গুরুত্ব বুঝে সংবেদনশীলতার সঙ্গে বাড়াতে হবে সাহায্যের হাত। যোগীর কথায়, “কোনও দফতরে কোনও অভিযোগ জমা পড়লে তা দেখার জন্য সংশ্লিষ্ট অফিসার সেই অফিসে না থাকলে অধঃস্তনদের সেই দায়িত্ব নিতে হবে।” একইসঙ্গে সাধারণ মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পুলিশকেও বেশ কিছু পরামর্শ দিতে দেখা যায় তাঁকে।