Khalistani Leader: ISI-র মদতে প্রশিক্ষণ, কানাডা থেকেই সন্ত্রাসে মদত দিতেন খালিস্তানি নেতা নিজ্জর, দাবি গোয়েন্দা রিপোর্টে
Khalistani Leader: পঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দিতেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপরে হামলা ও খুনের ঘটনার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন নিজ্জর। কানাডায় অস্ত্র ও মাদক পাচার চক্র থেকে আসা টাকাই সন্ত্রাসমূলক কার্যকলাপে বিনিয়োগ করতেন নিজ্জর।
নয়া দিল্লি: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে টানাপোড়েনের জেরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ভারত ও কানাডার। নিজ্জরের খুনের পিছনে ভারতের ভূমিকা রয়েছে, এমনটাই দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। এরইমধ্য়ে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেল। পঞ্জাব থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া ওই বিচ্ছিন্নতাবাদী নেতা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। পঞ্জাব সহ ভারতের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন নিজ্জর।
ভারত সরকারের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, হরদীপ সিং নিজ্জর ১৯৮০ সাল থেকেই অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। অল্প বয়সেই স্থানীয় দুষ্কৃতী গোষ্ঠীগুলির সঙ্গে জড়িয়ে পড়েন নিজ্জর। গুরনেক সিং ওরফে নেকা নামক এক গ্যাংস্টারের হাত ধরেই তাঁর অপরাধ জগতে হাতেখড়ি। ১৯৮০-৯০-র দশকে নিজ্জর খালিস্তান কম্য়ান্ডো ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক সন্ত্রাসবাদী মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ার পর ১৯৯৬ সালে ভুয়ো পাসপোর্ট বানিয়ে কানাডায় পালিয়ে যান, সেখানে ট্রাকচালক হিসাবে কাজ করতেন। পরে পাকিস্তানে গিয়ে সেখানে অস্ত্র ও বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ নেন নিজ্জর। কানাডার মাটি থেকে বসেই ভারতে হামলা চালানোর নির্দেশ দিতেন নিজ্জর। ২০১২ সাল থেকে খালিস্তান টাইগার ফোর্সের প্রধান জগতার সিং তারা-র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন নিজ্জর।
জানা গিয়েছে, নিজ্জরকে পাকিস্তানে অস্ত্র-শস্ত্রের প্রশিক্ষণ নিতে সাহায্য করেছিল সে দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতে বিভিন্ন খালিস্তানি নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন নিজ্জর। কানাডায় নিজস্ব ট্রেনিং ক্য়াম্পও খুলেছিলেন তিনি। সেখানে একে-৪৭, স্নাইপার রাইফেল, পিস্তল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হত।
পঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দিতেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপরে হামলা ও খুনের ঘটনার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন নিজ্জর। কানাডায় অস্ত্র ও মাদক পাচার চক্র থেকে আসা টাকাই সন্ত্রাসমূলক কার্যকলাপে বিনিয়োগ করতেন নিজ্জর।
ভারত সরকারের প্রকাশিত নথিতে আরও জানানো হয়েছে, একাধিক খালিস্তানি নেতাদের নিয়ে কানাডায় একটি গ্য়াং তৈরির পরিকল্পনা করেছিলেন নিজ্জর। ২০১৫ সালের ডিসেম্বরে ব্রিটিশ কলম্বিয়ায় তাঁদের অস্ত্র প্রশিক্ষণও হয়। এর আগে ২০১৪ সালে হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সৌদার সদর দফতরেও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই সময়ে ভারতে আসতে পারেননি নিজ্জর।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি গুরুদ্বারের বাইরে গুরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী।