G-20 Summit: জি-২০ সামিটেই চিনের BRI প্রকল্প থেকে বেরিয়ে আসার ইঙ্গিত ইতালির প্রধানমন্ত্রীর
BRI Project: দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, গল্ফ অঞ্চল, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে সড়ক ও সাগরপথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৩ সালে BRI প্রকল্পের লক্ষ্য নেয় চিন। এটা নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনা করে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপিন্সও উদ্বেগ প্রকাশ করে।

নয়া দিল্লি: ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সামিটে (G-20 Summit) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার মধ্যে অন্যতম, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর করার পরিকল্পনা। ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, ইউরোপিয়ান ইউনিয়ন সহ ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালিও এই অর্থনৈতিক করিডরে সংযুক্ত হবে। একদিকে যখন এই পরিকল্পনা গৃহীত হয়েছে, তখন অন্যদিকে চিনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ (BRI) প্রকল্প থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি-২০ সামিটের মধ্যেই চিনের প্রধানমন্ত্রী (China PM) লি কুইয়াংয়ের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী (Italy PM)। যা এই সামিটে বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, ইতালির এই পরিকল্পনা স্বাভাবিকভাবেই বেজিংয়ের উদ্বেগ বাড়িয়েছে।
জানা গিয়েছে, জি-২০ সামিটের মধ্যেই চিনের প্রধানমন্ত্রী লি কুইয়াংয়ের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই বৈঠকেই চিনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথা জানান ইতালির প্রধানমন্ত্রী। তবে BRI প্রকল্প থেকে বেরিয়ে এলেও চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন মেলোনি। অন্যদিকে, চিনা প্রধানমন্ত্রী পাল্টা স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার বার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রীকে। সবমিলিয়ে, BRI প্রকল্প থেকে ইতালির বেরিয়ে আসার পরিকল্পনায় চিন যে কিছুটা অস্বস্তিতে পড়েছে এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে চিড় ধরছে, তা বলা বাহুল্য।
প্রকাশ্যে BRI প্রকল্পের সমালোচনা ইতালির
চিনের বিশেষ প্রকল্প BRI থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথা অবশ্য আগেই জানিয়েছিল ইতালি সরকার। এই প্রকল্প থেকে ইতালির বিশেষ কোনও লাভ হবে না বলে রোমের পর্যবেক্ষণ। সম্প্রতি ইতালির বিদেশমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বেজিং সফরে গিয়েছিলেন এবং BRI প্রকল্প নিয়ে হতাশ নন। এই প্রকল্প আশানুরূপ ফল দেবে না বলেই তিনি জানান। এছাড়া ইতালির অন্যান্য রাজনৈতিক দলও BRI প্রকল্পে মেলোনি সরকারের যোগদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
অস্বস্তিতে শি জিনপিং
ইতালির BRI প্রকল্প থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথা জানতে পেরেই অস্বস্তিতে পড়ে বেজিং। অক্টোবরে এই প্রকল্প নিয়ে তৃতীয় কনফারেন্স করার পরিকল্পনাও করছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
BRI কী?
দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, গল্ফ অঞ্চল, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে সড়ক ও সাগরপথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৩ সালে BRI প্রকল্পের লক্ষ্য নেয় চিন। যদিও এই প্রকল্প নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনার মুখে পড়েছিল বেজিং। এছাড়া শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপিন্সও এই BRI প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
