Jaish Headquarter: ভারতের আঘাতের পর পুরোপুরি বন্ধই হয়ে গেল ‘জইশ হেডকোয়ার্টার’, বাহওয়ালপুর
Jaish Headquarter: গত ৭ মে ওই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল মার্কাজ সুভান আল্লাহ। এটি ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে।

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের পর যখন ভারতীয় সেনা প্রমাণ তুলে ধরে, তখন দেখানো হয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দফতরে আঘাত করা হয়েছে। বাহওয়ালপুরের মার্কাজ সুভান আল্লাহ ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হত জইশ জঙ্গিদের। আর এবার গুগল ম্যাপে দেখানো হল ওই ক্যাম্প ‘পার্মানেন্টলি ক্লোজড’। জামা মসজিদের আড়ালে সেখানে চলত প্রশিক্ষণ।
এই ক্যাম্পের প্রতিষ্ঠাতা কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহার। সেখানেই চলত জঙ্গি শিবিরের জন্য টাকা লেনদেন, প্রশিক্ষণ, প্ল্যানিং থেকে শুরু করে সব।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর বদলা নিতেই সামরিক অভিযান চালায় ভারতীয় সেনা। গত ৭ মে ওই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল মার্কাজ সুভান আল্লাহ। এটি ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে।
সেই অভিযানের ঠিক একমাস পর দেখা গেল, গুগল ম্যাপে মার্কাজ সুভান আল্লাহ তথা বাহওয়ালপুরের জামা মসজিদকে পুরোপুরি বন্ধ হিসেবে দেখানো হচ্ছে ম্যাপে। উল্লেখ্য, সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্য়ের উপর ভিত্তি করে গুগল ঠিক করে ম্যাপের বন্ধ দেখানো হবে কি না। কোনও প্রতিষ্ঠানে মানুষের যাতায়াত কেমন, প্রতিষ্ঠানের মালিকের আপডেট কী, এসব দেখেই চিহ্নিত করে গুগল।
