
শ্রীনগর: সতর্ক আগেই ছিল, পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্র উপত্যকায় নিরাপত্তা নিয়ে একচুলও খামতি রাখতে চাইছে না। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে, তারপর ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবার বড়সড় প্রস্তুতি ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে। তৈরি হচ্ছে বাঙ্কার (Bunker)। কী হবে এই বাঙ্কার দিয়ে?
যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের বাঙ্কার তৈরি করা হয় বা যে বাঙ্কারের প্রয়োজন পড়ে, সেই ধরনের বাঙ্কারই সীমান্ত জুড়ে তৈরি করে ফেলল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪০টি বাঙ্কার তৈরি করা হয়েছে। আরও ১৬২টি বাঙ্কার তৈরি করা হবে। আগামী চার সপ্তাহের মধ্যে এই বাঙ্কারগুলি তৈরি হয়ে যাবে।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে যে সংঘর্ষ হয়েছিল, তা থেকেই এই সিদ্ধান্ত। সেই সময় ভারতের ছোড়া গোলায় যেমন পাকিস্তানে ক্ষতি হয়েছিল, তেমনই পাকিস্তানের ছোড়া মর্টার, শেলেও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ মানুষদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই বাঙ্কার এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে পাকিস্তানের দিক থেকে গোলা এসে পড়লেও, কোনও ক্ষয়ক্ষতি হবে না বা প্রাণহানি হবে না। মোট ২০২টি বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত উরি ও বারামুলা সেক্টরের সীমান্তের কাছেই এই বাঙ্কারগুলি তৈরি করা হচ্ছে।