মোদী-শাহ পাশে থাকলে আমাকে কেউ সরাতে পারবে না: ইয়েদুরাপ্পা

দু'দিন আগেই কংগ্রেস সাংসদ সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার এর জবাবে তিনি বলেন, "কংগ্রেসের বিভিন্ন জাতীয় ও জেলা স্তরের নেতারাও জামিনেই ঘুরে বেড়াচ্ছে।"

মোদী-শাহ পাশে থাকলে আমাকে কেউ সরাতে পারবে না: ইয়েদুরাপ্পা
ফাইল চিত্র।

|

Feb 06, 2021 | 1:18 PM

বেঙ্গালুরু: আগামী কয়েক মাসের মধ্যেই ইয়েদুরাপ্পাকে সরিয়ে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হতে পারে- সম্প্রতি এই জল্পনাতেই সরগরম ছিল রাজ্য রাজনৈতিক মহল। পদত্যাগের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে শুক্রবার কর্নাটক বিধানসভায় মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) জানালেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থন থাকলে কেউ তাঁকে পদ থেকে সরাতে পারবে না।

রাজ্যপালের ভাষণের পরই তিনি বক্তব্য রাখতে উঠে জানান, কয়েকজন নেতা দিবাস্বপ্ন দেখছে এবং প্রতিদিনই বলে বেড়াচ্ছে যে আমার পদে অন্য কাউকে বসানো হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ইয়েদুরাপ্পা বলেন, “আমি এই সুযোগটি ব্যবহার করে একটি ভ্রান্ত ধারণা দূর করতে চাই যে যতদিন সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সমর্থন আমার পাশে রয়েছে, কেউ আমায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারবে না।”

সম্প্রতি তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে জমি বন্টনের অভিযোগে মামলা দায়ের হওয়ার বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থন থাকলে আমি একশোটি মামলার বিরুদ্ধেও লড়তে পারব।” ইয়েদুরাপ্পা আরও বলেন, “ভুয়ো মামলা আমায় দমাতে পারবে না। বিরোধী নেতারা আমার পদত্যাগ নিয়ে ভুয়ো খবর রটিয়ে বেড়াচ্ছে। তবে আমি বলে রাখছি, যতদিন রাজ্যের মানুষ এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমায় সমর্থন জানাবেন, ততদিন কেউ আমায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারবে না।”

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণকাণ্ড: মোসাদের সঙ্গে তথ্য প্রমাণ আদান-প্রদান এনআইএ-র

দু’দিন আগেই কংগ্রেস সাংসদ সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার এর জবাবে তিনি বলেন, “কংগ্রেসের বিভিন্ন জাতীয় ও জেলা স্তরের নেতারাও জামিনেই ঘুরে বেড়াচ্ছে।” ইয়েদুরাপ্পা জানান, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০টিরও বেশি আসন জিতবে এবং বিরোধী দলের পদ থেকে কংগ্রেস সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।

এদিকে, সম্প্রতি বিজেপির বিধায়ক বাসনগৌড়া পাটিল ইয়াতনাল বলেছিলেন, ১৩ এপ্রিল উগাড়ি উৎসবের পর রাজ্য নতুন মুখ্যমন্ত্রী পাবে এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেই নতুন বছর পালন করবে। মন্ত্রীত্ব পদ নিয়ে দলের সঙ্গে বিরোধ নিয়ে তিনি বলেছিলেন, “আমি এবার থেকে হাত পেতে মন্ত্রীত্ব পদ চাইব না। আমি কখনওই বলিনি যে আমাদের মধ্যেই কেউ মুখ্যমন্ত্রীকে অপসারিত করবে। আমি বলেছিলাম উত্তর কর্নাটক থেকেই কেউ এসে মুখ্যমন্ত্রীর পদে বসবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখবেন কী হয়।” মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এই মন্তব্যের প্রেক্ষিতেই জানান, তাঁকে কেউ পদ থেকে সরাতে পারবে না।

আরও পড়ুন: ভাইয়ের এক টুইটেই পরীক্ষার্থীকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিল রেল