AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাইয়ের এক টুইটেই পরীক্ষার্থীকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিল রেল

জামালের টুইটটি দেখার পরই রেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং আশ্বস্ত করে যে, তাবাসসুম সঠিক সময়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। আড়াই ঘণ্টা দেরিতে চলা ট্রেনটিকেই সর্বোচ্চ গতিতে চালিয়ে বেলা ১১টার মধ্যে বারাণসীতে পৌছে দেওয়া হয়।

ভাইয়ের এক টুইটেই পরীক্ষার্থীকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিল রেল
প্রতীকী চিত্র।
| Updated on: Feb 06, 2021 | 11:20 AM
Share

মৌ: একটি টুইট! তাতেই ট্রেনের বসে থাকা এক পরীক্ষার্থীকে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ গতিতে ছুটল ট্রেন। পরীক্ষার্থীর ভাইয়ের টুইট দেখেই আড়াই ঘণ্টা দেরিতে চলা ট্রেনকে সঠিক সময়ে বারাণসীতে পৌঁছে দিল উত্তর-পূর্ব রেলওয়ে (North-Eastern railway)।

উত্তর প্রদেশের মৌ জেলার বাসিন্দা নাজিয়া তাবাসসুম বৃহস্পতিবার বারাণসী (Varanasi)-তে তাঁর বেসিক টিচার সার্টিফিকেটের পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বারাণসী পৌঁছনোর জন্য তিনি ছাপড়া-বারাণসী ইন্টারসিটি ট্রেনের টিকিট কেটেছিলেন। সকাল ৬টা ২৫ মিনিটে পৌছনোর কথা থাকলেও অতিরিক্ত কুয়াশার জন্য ট্রেন আড়াই ঘণ্টা দেরিতে চলছিল। সকাল ৮টাতেও ট্রেন না পৌছনোয় তাবাসসুমের ভাই আনওয়ার জামাল অ্যাডমিট কার্ডের ছবিসহ একটি টুইট করেন। তাতেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ।

জামাল তাঁর টুইটে লেখেন, “২ ঘণ্টা ২৭ মিনিট লেটে চলছে ট্রেন। আর আমার বোনের পরীক্ষা রয়েছে বারাণসীতে, যা দুপুর ১২টা থেকে শুরু হবে। দয়া করে সাহায্য করুন যাতে ও নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে।” টুইটে তিনি ট্রেন ও পিএনআর নম্বরও উল্লেখ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’র পর কৃষকদের উপর ‘আঘাত’, বাজেট সমালোচনা রাহুলের

জামালের টুইটটি দেখার পরই রেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং আশ্বস্ত করে যে, তাবাসসুম সঠিক সময়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। আড়াই ঘণ্টা দেরিতে চলা ট্রেনটিকেই সর্বোচ্চ গতিতে চালিয়ে বেলা ১১টার মধ্যে বারাণসীতে পৌছে দেওয়া হয়।

সংবাদমাধ্যমকে নাজিয়া জানায়, বারাণসীর বল্লভ বিদ্যাপিঠ বালিকা ইন্টার কলেজে তাঁর পরীক্ষা ছিল। যেই ট্রেনটিতে তাঁদের বুকিং ছিল, তা আড়াই ঘণ্টা দেরিতে চলছি। বিষয়টি তাঁর ভাইকে জানাতেই সে রেলকর্তৃপক্ষের কাছে একটি টুইট করে। সেই টুইটের পরই রেল কর্তৃপক্ষের তরফে তাঁকে ফোন করা হয়। শেষমেশ পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগেই সে বারাণসীতে পৌঁছে যায়।

আনওয়ার বলেন, “টুইটে আমি রেল কর্তৃপক্ষের কাছে সাহায্য চাই। ১০ মিনিট বাদেই রেলওয়ের তরফে আমার বোনকে ফোন করা হয় ও নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়। সকাল ৯.১৮ মিনিটে মৌ স্টেশনে পৌঁছয় ট্রেনটি। সকাল ১০.৫৭ মিনিটেই বারণসী পৌঁছে যায় সেই ট্রেন।”

সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য জামাল রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে, নেটাগরিকরাও রেল কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ। একাধিক ব্যক্তি সেই টুইটের জবাবে লিখেছেন, এখনও মানবতা বেঁচে রয়েছে। আবার কেউ কমেন্ট করেছেন যে, এটা ভারত বলেই সম্ভব।

আরও পড়ুন: আজ দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক অন্নদাতাদের, নিরাপত্তার ঘেরাটোপে রাজধানী