রাতারাতি ফের অবস্থান বদলে নাইট কার্ফু তুলে নিল ইয়েদুরাপ্পা সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 24, 2020 | 6:56 PM

কার্ফু তুলে নিলেও সাধারণ মানুষের কাছে মাস্ক (Mask) পড়া, সামাজিক দূরত্ব (Social Distance)-র মতো যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

রাতারাতি ফের অবস্থান বদলে নাইট কার্ফু তুলে নিল ইয়েদুরাপ্পা সরকার
ফাইল চিত্র।

Follow Us

বেঙ্গালুরু: ফের ১৮০ ডিগ্রি ঘুরে ‘নাইট কার্ফু’ নিয়ে অবস্থান বদল করল কর্নাটক সরকার (Karnataka Government)। বুধবারই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) রাত্রিকালীন কার্ফু (Night Curfew)-র ঘোষণা করেছিলেন। আজ ফের অবস্থান বদল করে জানালেন, জনমত বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনই রাত্রিকালীন কার্ফুর কোনও প্রয়োজন নেই। তাই এই সিদ্ধান্ত তুলে নেওয়া হচ্ছে। এর আগে মঙ্গলবার মহারাষ্ট্র সরকার কার্ফু জারি করলে তখনও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর রাজ্যে কার্ফুর প্রয়োজন নেই।

ব্রিটেনে করোনা ভাইরাসের (COVID-19) নতুন ‘স্ট্রেন’ (Strain)-র খোঁজ মিলতেই আগাম সতর্কতা জানিয়ে রাত্রিকালীন কার্ফুর ঘোষণা করে কর্নাটক সরকার। গতকাল সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, ২ জানুয়ারি অবধি রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি কর্নাটকে রাত্রিকালীন কার্ফুর ঘোষণা করা হবে। ক্রিসমাস (Christmas) ও নববর্ষের (New Year Eve) দিনগুলিতেও এই নিয়ম কার্যকর থাকবে। এই বিষয়ে রাজ্যবাসীর সহযোগীতাও চান তিনি।

আজ সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, “জনগণের মতামতের প্রেক্ষিতে গতকালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে এবং মন্ত্রীসভার সদস্য ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাত্রিকালীন কার্ফুর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: ফোন সুইচ অফ, ব্রিটেন ফেরতদের খুঁজতে নাজেহাল যোগী সরকার

কার্ফু তুলে নিলেও সাধারণ মানুষের কাছে মাস্ক (Mask) পড়া, সামাজিক দূরত্ব (Social Distance)-র মতো যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

গতকাল কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর (K Sudhakar) বলেছিলেন, “সম্প্রতি ব্রিটেনে খোঁজ মেলা করোনার স্ট্রেন থেকে রাজ্যবাসীকে রক্ষা করতেই রাত্রিকালীন কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আন্তঃরাজ্য যান চলাচলে কোনও রূপ বিধিনিষেধ জারি করা হবে না। অত্যাবশ্যকীয় সামগ্রীর ক্ষেত্রেও দেওয়া হবে ছাড়।”

আরও পড়ুন: দূষণ রুখতে ক্রিসমাস ও নববর্ষে আতশবাজিতে নিষেধাজ্ঞা ৪ রাজ্যে

Next Article