AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার ভুলে জন্ম নিল PoK? নেহরুর একটা ভুলে আজও মাশুল গুনছে ভারত?

ভারত ও পাকিস্তান ১৯৪৭ থেকে ১৯৯৯ পর্যন্ত অন্তত ৫ বার যুদ্ধে জড়িয়েছে। কেন বারবার কাশ্মীরে নজর পাকিস্তানের? কার ভুল? কে ঠিক? জানতে হলে ফিরে দেখতে হবে কাশ্মীরের জন্মলগ্ন। ফিরে যেতে হবে ১৯৪৭-এ।

কার ভুলে জন্ম নিল PoK? নেহরুর একটা ভুলে আজও মাশুল গুনছে ভারত?
| Edited By: | Updated on: Apr 28, 2025 | 3:05 PM
Share

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সূত্রপাত জানতে পিছিয়ে যেতে হবে ১৯৪৭-এ। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার মুহূর্তে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে দু’টুকরো করে যায়। ভারত ও পাকিস্তান। অখণ্ড ভারতে সে সময় অন্তত ৫৬৫টি ছোট ছোট প্রিন্সলি স্টেট। প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব। ব্রিটিশ শাসনের আওতায় থেকে বার্ষিক ট্যাক্স প্রদানের মাধ্যমে তাঁদের মধ্যে অনেকেই নিজের মতো করে স্ব-স্ব রাজ্য চালাতেন। স্বাধীনতার প্রাক্কালে সেই সব প্রিন্সলি স্টেটের শাসকদের সুযোগ দেওয়া হয়, তারা কে কোন দেশের সঙ্গে যুক্ত থাকতে চান, তা বেছে নিতে পারেন। কেউ চাইলে আবার স্বাধীনও থাকতে পারেন। দেওয়া হয় এই প্রস্তাবও। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগেই কোনও কোনও...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন