Vice Presidential Election: উপরাষ্ট্রপতি নির্বাচনেও সই জাল! মনোনয়নে পর্বেই ফাঁস বড় তথ্য
Vice Presidential Election Nomination: কেরলের ওই বাসিন্দার নাম জোমন জোসেফ। নিজের মনোনয়নপত্রে তিনি যে মোট ২২ জন সাংসদের সমর্থন পেয়েছেন বলেই দাবি করেছিলেন।

নয়াদিল্লি: তার কাছে নাকি ২২ জনের সাংসদের সমর্থন রয়েছে। ‘প্রমাণও’ রয়েছে। কী সেই প্রমাণ? স্বাক্ষর। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে চেয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন কেরলের এক বাসিন্দা। কিন্তু মনোনয়ন বাছাই পর্বের সময়ই ধরা পড়ল আসল জালিয়াতিটা। নির্বাচনী আধিকারিকদেরই গোলকধাঁধায় ফেলতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তা আর হল না।
কেরলের ওই বাসিন্দার নাম জোমন জোসেফ। তার কাছে মোট ২২ জন সাংসদের সমর্থন রয়েছে বলেই নিজের মনোনয়নপত্রে দাবি করেছিলেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে গেলে একজন প্রার্থীকে লোকসভা ও রাজ্যসভার একজন সাংসদের সমর্থন পেতেই হয়। সেখানে ওই কেরলের প্রার্থীকে নাকি সমর্থন করছিলেন ২২ জন সাংসদ। কিন্তু তারা আসলে সকলেই ভুয়ো।
অভিযোগ ওই ব্যক্তি নিজের মনোনয়নপত্রে ২২ জন সাংসদের ভুয়ো স্বাক্ষর জমা করেছিলেন। যা বাছাই পর্বেই ধরা পড়ে যায়। ওই ব্যক্তি যে সকল সাংসদদের স্বাক্ষর বসিয়েছিলেন, তাদের জিজ্ঞাসা করা হতেই বেরিয়ে আসে সত্যি। তারপরই বাতিল করে দেওয়া হয় জোসেফের মনোনয়ন।
উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে ৪৬ জন প্রার্থী মোট ৬৮টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ১৯ জন প্রার্থীর ২৮টি পত্র বাছাই পর্বের প্রথম পর্যায়েই বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকি ২৭ জন প্রার্থীর ৪০টি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। গ্রহণ হয় দু’জন প্রার্থীর মনোনয়ন। একজন ইন্ডি জোটের, অন্যজন এনডিএ জোটের।
