Ladakh elction: সুপ্রিম-রায়ের পরই লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনের নতুন সূচি প্রকাশিত

LAHDC: লাদাখ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে লাদাখ স্বশাসিত হিল কাউন্সিল নির্বাচনের নতুন সূচি প্রকাশ করা হয়। এই সূচি অনুসারে, একদিনেই ২৬ আসনে নির্বাচন হবে। নির্বাচনের ৪ দিন পর ফল প্রকাশিত হবে।

Ladakh elction: সুপ্রিম-রায়ের পরই লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনের নতুন সূচি প্রকাশিত
লাদাখ হিল কাউন্সিল নির্বাচনের দিন ঘোষিত।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 4:17 PM

লাদাখ: সুপ্রিম কোর্টের রায়ের পরই লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনের নতুন দিন স্থির হল। অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। শুক্রবার লাদাখ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে লাদাখ স্বশাসিত হিল কাউন্সিল (LAHDC) নির্বাচনের নতুন সূচি প্রকাশ করা হয়। এই সূচি অনুসারে, একদিনেই ২৬ আসনে নির্বাচন হবে। নির্বাচনের ৪ দিন পর ফল প্রকাশিত হবে।

লাদাখ প্রশাসনের নতুন সূচি অনুসারে, আগামী ৪ অক্টোবর লাদাখ স্বশাসিত হিল কাউন্সিলের ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটের ফল প্রকাশিত হবে আগামী ৮ অক্টোবর। আগামিকাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকেই এই নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৬ সেপ্টেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট আগামী ১১ অক্টোবরের মধ্যে লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মোতাবেক নির্ধারিত দিনের মধ্যেই ভোটগ্রহণ থেকে ফলপ্রকাশ সম্পন্ন করার বিজ্ঞপ্তি দিল LAHDC।

এর আগে গত ২ অগস্ট লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল লাদাখ প্রশাসন। সেই বিজ্ঞপ্তি মোতাবেক লাদাখ হিল কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বর এবং ভোট গণনা ছিল ১৪ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (JKNC)-এর প্রতীক নিয়েই লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনে জট শুরু হয়। JKNC-র লাঙল প্রতীকের বিরোধিতা করে সেটা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের তরফে আইনজীবী আদালতে জানান, JKNC লাদাখে স্বীকৃতি জাতীয় দল নয়। তাই এই সংরক্ষিত প্রতীকের উপর অধিকার দাবি করতে পারে না। শেষ পর্যন্ত অবশ্য সেই আবেদনটি খারিজ করে দেয় শীর্ষ আদালত। JKNC লাঙ্গল প্রতীকের একচেটিয়া অধিকারী বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানউদ্দিন আমানউল্লার ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শীর্ষ আদালতের এই রায়ের পরই জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইটারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানান, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স কর্মীরা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে পারেন।