Lakhimpur Violence: ‘কৃষকরাই লাঠি, তলোয়ার নিয়ে চড়াও হয়েছিল; কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছি’

Lakhimpur Kheri: বিজেপি নেতার অভিযোগ, তাঁর গাড়ির চালক, এক বন্ধু ও দুই বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই সময় তিনি বিষয়টি জানতেন না। পরে সোশ্যাল মিডিয়া থেকে তিনি বিষয়টি জানতে পারেন।

Lakhimpur Violence: 'কৃষকরাই লাঠি, তলোয়ার নিয়ে চড়াও হয়েছিল; কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছি'
লখিমপুর খেরির ঘটনায় গ্রেফতার আরও চার। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 7:35 PM

লখিমপুর খেরি: ঠিক কী হয়েছিল লখিমপুরে? কীভাবে মারা গেলেন আট জন? সরকারি হিসেব বলছে, আট জনের মধ্যে চার জনই কৃষক। দুর্ঘটনার পর একটিই অভিযোগ শোনা যাচ্ছিল, একটি এসইউভি কৃষকদের চাপা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখন, যত সময়ের চাকা গড়াচ্ছে, তত আরও একটি দিক সামনে আসছে।

সরকারি হিসেবে আট জনের মধ্যে চার জন কৃষক। তাহলে বাকি চারজন কারা? কীভাবে তাঁরা মারা গেলেন? আর এই প্রশ্ন যত জোরালো হচ্ছে, তত আরও একটি অভিযোগ উঠে আসছে। কৃষকদের উপর হামলা হয়নি। বরং উল্টোটাই নাকি হয়েছিল। কৃষকদের একাংশই নাকি চড়াও হয়েছিল বিজেপি কর্মীদের উপর।

সম্প্রতি লখিমপুরের একটি ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। তাতে দেখা যাচ্ছে বিতর্কিত এসইউভি থেকে এক স্থানীয় বিজেপি নেতা বেরিয়ে আসছেন। নাম সুমিত জয়সওয়াল। তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই বিজেপি নেতার অভিযোগ, তাঁর গাড়ির চালক, এক বন্ধু ও দুই বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই সময় তিনি বিষয়টি জানতেন না। পরে সোশ্যাল মিডিয়া থেকে তিনি বিষয়টি জানতে পারেন।

লখিমপুরের ঘটনার তিন দিন পর সুমিত এই অভিযোগ দায়ের করেছেন। তিনি, তাঁর বন্ধু শুভম ও গাড়ির চালক হরি ওম এসইউভিটিতে ছিলেন। হঠাৎই বিক্ষোভকারীরা গাড়ির উপর চড়াও হয়। গাড়ির চালক গুরুতর জখম হন। লাঠি, তলোয়ার নিয়ে হরি ওমের উপর চড়াও হয়েছিল বিক্ষোভকারীরা।

এই নিয়ে লখিমপুরের ঘটনায় দ্বিতীয় অভিযোগ জমা পড়ল। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মৃত কৃষকদের পরিবারের লোকেরা।

উল্লেখ্য, সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োতে সুমিত জয়সওয়ালকে এসইউভি থেকে বেরিয়ে প্রাণপণে দৌড়ে পালাতে দেখা গিয়েছে। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন এই সুমিত জয়সওয়ালই হলেন আশিস মিশ্র। সেই থেকেই অনেকে এই ভিডিয়োটি দেখিয়ে বলতে শুরু করেছিলেন আশিস মিশ্র ওই গাড়িতেই ছিলেন। যদিও আশিস মিশ্র কিংবা তাঁর বাবা দুজনেই প্রথম থেকেই বলে আসছিলেন, আশিস ওই গাড়িতে ছিল না সেই সময়।

এদিকে আজ সুমিত জওসওয়াল নিজেই জানিয়েছেন, “হ্যাঁ, ভিডিয়োতে দেখতে পাওয়া ওই ব্যক্তি আমিই। কৃষকরা আমাদের উপর আক্রমণ করেছিল। আমি কোনওরকমে সেখান থেকে জীবিত পালিয়ে এসেছি।”

জয়সওয়ালের বক্তব্য, আমরা কর্মসূচির ওখানেই ছিল। বেশ ভয়ের পরিবেশ ছিল ওখানে। বিক্ষোভকারীদের হাতে লাঠি, পাথর ছিল এবং তারা আমাদের আক্রমণ করছিল। গালিগালাজ করছিল। খলিস্তানি স্লোগানও উঠেছিল সেখানে। কয়েকজন গাড়ির উপরেও উঠে পড়েছিল। আর সেই সময়েই তাঁরা গাড়ি থামিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল।

আরও পড়ুন : Exclusive Interview with Jignesh Mevani: ‘বিজেপি-র গ্রাউন্ড রিপোর্ট, গুজরাটে ৫০-৬০টি আসন পাবে’