Stampede: শুধু মাথা দেখা যাচ্ছিল…লাখ লাখ RCB প্রেমীকে সামলাতে মাত্র ৫০০০ পুলিশ? গোড়াতেই ছিল গলদ
Bengaluru Stampede: রাস্তায় আগে থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট বাহিনী পৌঁছতেই হু হু করে আরও ভিড় বাড়তে থাকে। শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি।

বেঙ্গালুরু: এত ভিড় হবে, তা আগে থেকে আন্দাজ করতে পারেনি কর্নাটক সরকার? শুধু রাজ্যবাসীই নয়, দেশজুড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থক রয়েছে। সেই দল এত বছরের অপেক্ষার পর আইপিএলের ট্রফি জিতেছে। তাদের দেখতে উপচে পড়া ভিড় হবে, এ তো স্বাভাবিক। তাহলে ভিড় সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি? বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুতে এই প্রশ্নই উঠছে।
মঙ্গলবার রাতে আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছর পর প্রথমবার ট্রফি জিতেছে আরসিবি। আজ সেই জয়ের উদযাপনের জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরসিবি সমর্থকরা চেয়েছিল, ট্রফি জিতলে বিশ্বকাপের সময় যেমন মুম্বইয়ে ট্রফি নিয়ে র্যালি হয়েছিল, তেমনই র্যালির আয়োজন করা হোক। এই নিয়ে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠিও লিখেছিল। তবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে।
রাস্তায় আগে থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট বাহিনী পৌঁছতেই হু হু করে আরও ভিড় বাড়তে থাকে। শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি। গেট খোলার জন্য জনতা গেটে ধাক্কা মারতে থাকে। পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শক ছিল। যখন গেট ভাঙার উপক্রম। তখন ছুটে আসে পুলিশ। হালকা লাঠিচার্জ করে ভিড় সরাতে।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার নিজেই বলেছেন, ৫ হাজার পুলিশ মোতায়েন ছিল। কেন ভিড় সামলাতে পারল না তারা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সব ইয়ং ছেলেমেয়ে। তাদের উপরে আমরা লাঠিচার্জ করতে পারি না।”

