AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Political Leader Murder: ভোটের মুখে ঝরল রক্ত, নির্বাচনী প্রচারেই গুলি করে খুন লালু ঘনিষ্ঠ নেতাকে

Bihar Assembly Election 2025: মোকামাতে সভা চলাকালীন আচমকাই গুলি চলে। গুলি সোজা দুলারচন্দের বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে গুলির শব্দ কানে যেতেই আতঙ্ক ছড়ায়। সবাই এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যায়।   

Political Leader Murder: ভোটের মুখে ঝরল রক্ত, নির্বাচনী প্রচারেই গুলি করে খুন লালু ঘনিষ্ঠ নেতাকে
গুলি লেগে মৃত্যু দুলারচন্দ যাদবের।Image Credit: X
| Updated on: Oct 31, 2025 | 7:20 AM
Share

পটনা: বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আর মাত্র ক’টা দিন বাকি। তার আগেই রক্ত ঝরল বিহারে (Bihar)। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গীকে প্রকাশ্যেই গুলি করে খুন করা হল। নির্বাচনী প্রচারে গিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আর সেখান থেকেই চলল গুলি।

প্রাক্তন আরজেডি নেতা দুলারচন্দ যাদব। তিনি আগে লালু ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। তবে দল ছাড়ার পর দূরত্ব বাড়ে। গতকাল, বৃহস্পতিবার বিহারের মোকামাতে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ সভা চলাকালীন আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়।

বচসা থেকে তা রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। আচমকাই গুলি চলে। গুলি সোজা দুলারচন্দের বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে গুলির শব্দ কানে যেতেই আতঙ্ক ছড়ায়। সবাই এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়েই পুলিশ সুপার ও পটনার এসএসপি ঘটনাস্থলে আসেন। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, পুরনো কোনও শত্রুতা বা রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই দুলারচন্দকে গুলি করে খুন করা হয়েছে।

জন সূরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শী, যার হয়ে প্রচারে গিয়েছিলেন দুলারচন্দ, তিনি ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন যে মোকামায় জেডিইউ প্রার্থী অনন্ত সিং এই হামলা করিয়েছে।

প্রসঙ্গত, মোকামাতে দুলারচন্দ অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁকে এক ডাকে সকলে চিনতেন। এক সময়ে আরজেডি পার্টি করতেন, লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯০-র দশকে দুলারচন্দ বহুল চর্চিত নাম ছিলেন। তিনি আরজেডির সংগঠন তৈরির অন্যতম মাথা ছিলেন।