Landslide: চারধাম যাত্রার মাঝে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ভয়াবহ ধস, দেখুন ভিডিয়ো
চলতি বছরের গোড়াতেও শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে একাধিকবার ধস নেমেছিল। যার জেরে দেশের সঙ্গে উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
বানিহাল: চারধাম যাত্রা (Chardham Yatra) শুরু হয়েছে। এর মধ্যেই ভয়াবহ ধস নামল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে (Srinagar-Jammu national highway)। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সন্ধ্যায় ফের শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধস (Landslide) নেমেছে। ঘটনায় ২ জন গুরুতর আহতও হয়েছেন। পরপর ধস নামার ঘটনার জেরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রামবান জেলায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধস নামে। জাতীয় সড়কের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনায় ২ জন গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার পর ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু তারপর এদিন সন্ধ্যায় ফের ওই জাতীয় সড়কে ধস নামল। তবে এবার বানিহাল জেলায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধস নেমেছে। সেই ধস নামার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ধসের জেরে হতাহতের কোনও খবর নেই। তবে জাতীয় সড়কের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
Terrifying Video of #Landslide from Srinagar Jammu #National Highway…pic.twitter.com/l0XbCsf9Px
— Mehraj Ahmed (@MehrajAhmadS) April 28, 2023
উল্লেখ্য, চলতি বছরের গোড়াতেও শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে একাধিকবার ধস নেমেছিল। যার জেরে দেশের সঙ্গে উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে এবার চারধাম যাত্রার মাঝে উপত্যকার অন্যতম প্রধান জাতীয় সড়কে ধস নামার ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।