LIC PAN Link Deadline : হাতে বেশি সময় নেই, প্যান আপডেট না করলে বিনিয়োগ করতে পারবেন না LIC তে

LIC PAN Link Deadline : আর কিছুক্ষণের মধ্যেই সময় শেষ হয়ে যাবে। এরপর আর লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তার গ্রাহকদের এলআইসি (LIC) পলিসির সঙ্গে প্যান (PAN) এর তথ্য় আপডেট করতে বলেছেন। আগামি এলআইসি আইপিও (IPO) তে বিনিয়োগ করার জন্য এই তথ্যাদি লাগবে।

LIC PAN Link Deadline : হাতে বেশি সময় নেই, প্যান আপডেট না করলে বিনিয়োগ করতে পারবেন না LIC তে
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 9:47 PM

নয়া দিল্লি : আর কিছুক্ষণের মধ্যেই সময় শেষ হয়ে যাবে। এরপর আর লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তার গ্রাহকদের এলআইসি (LIC) পলিসির সঙ্গে প্যান (PAN) এর তথ্য় আপডেট করতে বলেছেন। আগামি এলআইসি আইপিও (IPO) তে বিনিয়োগ করার জন্য এই তথ্যাদি লাগবে। এই প্যান আপডেটের শেষ তারিখ হল ২৮ ফেব্রুয়ারি ২০২২। তাই আর কিছুক্ষণই বাকি। এর মধ্যেই প্যান আপডেট করে ফেলুন। যাঁরা আজকের মধ্যে প্যান আপডেট করবেন না তাঁরা এই বছর আর এলআইসিতে বিনিয়োগ করতে পারবেন না।

২৮ তারিখের মধ্যে প্যান আপডেট করতে হবে গ্রাহকদের। নয়ত কোনও পলিসি হোল্ডার এলআইসি আইপিওতে বিনিয়োগ করতে পারবেন না। সেবি (SEBI) এর অন্তর্ভুক্ত এলআইসি ডিআরএইচপি (DRHP) অনুযায়ী পলিসি হোল্ডারের জন্য বরাদ্দকৃত অর্থের আওতায় এলআইসিআইপিও তে বিনিয়োগ করতে পারবেন না। এলআইসি ডিআরএইচপি (DRHP) অনুযায়ী, “আমাদের কর্পোরেশনের একজন পলিসি হোল্ডারকে নিশ্চিত করতে হবে যে তাঁর প্যানের তথ্যগুলি আমাদের কর্পোরেশনের পলিসি রেকর্ডে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করা হয়েছে। যে পলিসি হোল্ডার সেবিতে এই ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করার তারিখ থেকে দুই সপ্তাহ শেষ হওয়ার আগে আমাদের কর্পোরেশনের সঙ্গে তাঁর প্যানের তথ্য আপডেট করেননি (অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে) একজন যোগ্য পলিসিধারক হিসাবে বিবেচিত হবেন না।”

এলআইসি ওয়েবসাইটে কীভাবে প্যানের তথ্য আপডেট করবেন?

ধাপ ১ : এলআইসি এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – https://licindia.in/ অথবা সরাসরি পেজটি দেখুন- https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/

ধাপ ২ : হোম পেজ থেকে, ‘অনলাইন প্যান রেজিস্ট্রেশন’ বিকল্পটি বেছে নিন।

ধাপ ৩ : অনলাইন প্যান রেজিস্ট্রেশন পেজে, ‘এগিয়ে যান’ বোতামে টিপুন।

ধাপ ৪ : সঠিক ইমেল আইডি,প্যান,মোবাইল নম্বর এবং এলআইসি পলিসি নম্বর দিন।

ধাপ ৫: বক্সে ক্যাপচা কোড লিখুন।

ধাপ ৬ : ‘ওটিপি পান’ এ ক্লিক করুন

ধাপ ৭ : একবার আপনি ওটিপি পেয়ে গেলে, পোর্টালে এটির জন্য প্রদত্ত স্থানটিতে ওটিপি সংখ্যাগুলি ইনপুট করুন এবং জমা দিন।

কীভাবে প্যান-এলআইসি স্টেটাস পরীক্ষা করবেন

ধাপ ১ :এই ওয়েবসাইটে যান https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus

ধাপ ২ : পলিসি নম্বর, জন্ম তারিখ, এবং প্যান তথ্য, সেই সঙ্গে ক্যাপচা লিখুন। তারপর সাবমিট বোতামে ক্লিক করুন।

আরও পড়ুন : Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন ইস্যুতে কেন অতি সাবধানী ভারত? জেনে নিন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ