Bihar Government: বিহারে গঠন নতুন সরকার, বিকেলেই শপথ নীতীশ ও ২ উপমুখ্যমন্ত্রীর
Nitish Kumar: রাজ্যপালের কাছে নতুন সরকার গঠন করার প্রস্তাবনা জমা দিলেন নীতীশ কুমার। নতুন মন্ত্রিসভায় দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির। এছাড়া বিজেপি নেতা ডঃ প্রেম কুমারও মন্ত্রী হচ্ছেন। আরজেডি নেতাদের মন্ত্রিসভা থেকে সরিয়ে তার জায়গায় বিজেপির নেতাদের মন্ত্রী করার কথা থাকলেও, এ দিন মন্ত্রীদের নামের তালিকায় দেখা যায়, অধিকাংশই জেডিইউ-র সদস্য।
পটনা: বিহারে তৈরি নতুন সরকার। বিজেপি(BJP), জেডিইউ (JDU), হাম (HAM) ও নির্দল বিধায়কের সমর্থনে তৈরি হল নতুন সরকার। এই নতুন সরকার গড়তে রাজ্য়পাল রাজেন্দ্র আরলেকারের কাছে প্রস্তাবনা জমা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেই প্রস্তাবনা গ্রহণও করলেন রাজ্যপাল। সূত্রের খবর, আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিনহা। আজ বিকেলেই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
জানা গিয়েছে, আজ বিকেল ৫টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মোট আটজন মন্ত্রী শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। তাঁর সঙ্গেই শপথ নেবেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি ও বিজয় কুমার সিনহা। এছাড়া আরজেডি মন্ত্রীদের সরিয়ে তাঁর জায়গায় শপথ গ্রহণ করবেন প্রেম কুমার, বিজয় চৌধরি, বিজেন্দ্র যাদব, শ্রবণ কুমার, সন্তোষ সুমন ও সুমিত সিং।
Nitish Kumar submits BJP’s letter of support to Governor Rajendra Arlekar, Governor accepts the letter. https://t.co/ObsS1JlYbr
— ANI (@ANI) January 28, 2024
নতুন মন্ত্রিসভায় দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির। এছাড়া বিজেপি নেতা ডঃ প্রেম কুমারও মন্ত্রী হচ্ছেন। আরজেডি নেতাদের মন্ত্রিসভা থেকে সরিয়ে তার জায়গায় বিজেপির নেতাদের মন্ত্রী করার কথা থাকলেও, এ দিন মন্ত্রীদের নামের তালিকায় দেখা যায়, অধিকাংশই জেডিইউ-র সদস্য। জেডিইউ-র তরফে নতুন মন্ত্রী করা হচ্ছে বিজেন্দ্র যাদব, বিজয় চৌধরি, শ্রবণ কুমারকে। হামের তরফে মন্ত্রী হিসাবে সন্তোষ সুমনের নাম সুপারিশ করা হয়েছে। নির্দল বিধায়ক সুমিত সিং-ও মন্ত্রী হচ্ছেন।
রবিবার সকালেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ভেঙে দেন মহাগঠবন্ধন সরকার। বেলা গড়াতে না গড়াতেই তিনি বিজেপি, হাম ও নির্দল বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গঠন করেন।