AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিল্লিতে NDA নাকি INDIA, বাংলায় কি বহাল দিদিরাজ? চোখ রাখুন, TV9-র EXIT POLL-এ

TV9 EXIT POLL: ভারতীয় সংবাদমাধ্যমের ইতিহাসে এই প্রথমবার ১ কোটি জনগণের মতামতের উপরে ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রস্তুত করা হয়েছে। আজ সন্ধে ৬টা থেকে একটানা বুথ ফেরত সমীক্ষার আপডেট দেওয়া হবে।

দিল্লিতে NDA নাকি INDIA,  বাংলায় কি বহাল দিদিরাজ? চোখ রাখুন, TV9-র EXIT POLL-এ
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Jun 01, 2024 | 2:29 PM
Share

নয়া দিল্লি: ভোটযুদ্ধের শেষ পর্যায়। আজ, ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। আর ভোট পর্ব মিটতেই হবে এক্সিট পোল। দেশের সবথেকে বড় ও নির্ভুল এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরবে TV9 নেটওয়ার্ক। ভোট গণনার আগেই TV9-POLSTRAT আর PEOPLE INSIGHT মিলিতভাবে এই সমীক্ষা করেছে। দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ,দেশের ৫৪৩টি আসনে সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা লোকসভা নির্বাচনী ফলাফলের পূর্বাভাস।

ভারতীয় সংবাদমাধ্যমের ইতিহাসে এই প্রথমবার ১ কোটি জনগণের মতামতের উপরে ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রস্তুত করা হয়েছে। আজ সন্ধে ৬টা থেকে একটানা বুথ ফেরত সমীক্ষার আপডেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গের কোন আসনে কোন দল জয়ী হবে বা দেশের মসনদে কেন দল বসবে, তার পূর্বাভাসই পাওয়া যাবে TV9-POLSTRAT ও PEOPLE INSIGHT-র বুথ ফেরত সমীক্ষায়।