
আহমেদবাদ: আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে ভোট গণনা। কিন্তু তার আগেই জিতে গেল বিজেপি (BJP)। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে এক আসনে ইতিমধ্যেই জয়ী বিজেপি। কিন্তু কীভাবে এটা সম্ভব হল?
গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে, কারণ এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।
গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে। বিজেপির প্রার্থী মুকেশ দালাল সহ মোট ১১ জন প্রার্থী সুরাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও, মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তাঁর মনোনয়ন প্রত্যাখ্যান করে দেন রিটার্নিং অফিসার।
এমতাবস্থায়, বিজেপি প্রার্থী নির্বাচনের ময়দানে একাই ছিলেন। ফলে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে জয়ী ঘোষণা করা হয়।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই আসন থেকে বড় জয় পেয়েছিল বিজেপি। সেই সময় বিদায়ী সাংসদ দর্শন বিক্রম জারদোশ বিজেপির টিকিটে লড়েছিলেন এবং ৭ লাখ ৯৫ হাজার ৬৫১ ভোট পেয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অশোক প্যাটেল পেয়েছেন মাত্র ২ লাখ ৪৭ হাজার ভোট। নির্বাচনে তিনি প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটের ব্যবধানে হেরে যান। ২০১৪ সালের নির্বাচনেও একই ফল হয়েছিল। বিজেপিই জিতেছিল এই আসন থেকে।