Parliament special session: কবে শুরু সংসদের অধিবেশন? কবে ঠিক হবে লোকসভার স্পিকার, কে হবেন?
Parliament special session: লোকসভার অধ্যক্ষ কে হবেন? ওম বিড়লা তাঁর পদে বহাল থাকবেন, নাকি তাঁর জায়গায় অন্য কেউ আসবেন? শরিক দলগুলির অনেকেই এই পদটির দাবিদার। এই নিয়ে বিভ্রান্তির মধ্যে জানা গেল, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের জন্য বসছে সংসদের বিশেষ অধিবেশন। কবে?

নয়া দিল্লি: রবিবার (৯ জুন), টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে, আরও ৭১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। সোমবার (১০ জুন), বিকেল ৫টায় হবে নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক। সম্ভবত সেই বৈঠকেই মন্ত্রীদের মন্ত্রক বন্টন করা হবে। এর মধ্যে বড় হয়ে দাঁড়াচ্ছে লোকসভার অধ্যক্ষ কে হবে, সেই প্রশ্ন। ওম বিড়লা তাঁর পদে বহাল থাকবেন, নাকি তাঁর জায়গায় অন্য কেউ আসবেন? শরিক দলগুলির অনেকেই এই পদটির দাবিদার। এই নিয়ে বিভ্রান্তির মধ্যে জানা গেল, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের জন্য ১৮ জুন থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে। চলবে ২১ জুন পর্যন্ত। সূত্রের খবর, লোকসভার নয়া অধ্যক্ষ কে হবেন, তা ঠিক হতে পারে ২০ জুন।
তবে বিষয়টি নিশ্চিত নয়। এদিনের মন্ত্রিসভার বৈঠকে অধিবেশনের তারিখ চূড়ান্ত করা হতে পারে। তবে সূত্রের দাবি, যদি লোকসভা অধিবেশন ১৮ জুন শুরু হয়, ২২ জুন অধিবেশনে ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই প্রোটেম স্পিকার বা অস্থায়ী অধ্যক্ষকে শপথবাক্যও পাঠ করাবেন। নতুন লোকসভা গঠনের পর বিরোধী দলনেতা নির্বাচন, কোন নেতা কোন স্থানে বসবেন, এর মতো অনেক ধরনের সংসদীয় কাজ বাকি থাকে। তবে তার আগে প্রোটেম স্পিকার নির্বাচন করা হয়।
সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এর দ্বিতীয় বিধান অনুসারে, নতুন লোকসভার প্রথম সভার আগে অধ্যক্ষের পদটি ফাঁকা হয়ে যায়। এই পরিস্থিতিতে, লোকসভার সবথেকে সিনিয়র সদস্যকে প্রো-টেম স্পিকার হিসাবে নিযুক্ত করেন রাষ্ট্রপতিই। তিনিই লোকসভার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন এবং সকল সাংসদদের শপথবাক্য পাঠ করান। এইবার, প্রোটেম স্পিকার হওয়ার বিষয়ে এগিয়ে আছেন আটবারের সাংসদ তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী-সভাপতি কোডিকুনিল সুরেশ।
তবে, এই মুহূর্তে জল্পনা জারি রয়েছে, কে ১৮তম লোকসভার অধ্যক্ষ হবেন, তাই নিয়ে। বড় সম্ভাবনা রয়েছে ওম বিড়লার। মোদীর তৃতীয় মেয়াদে লোকসভার স্পিকার ছিলেন তিনি। তিনিই স্পিকার হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন। তবে, চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার দুজনেই অধ্যক্ষের পদটি চান। গত কয়েক বছরে, ক্ষমতাসীন দলগুলির মধ্যে অনেক সময়ই বিদ্রোহ ঘটেছে। এই ধরনের ক্ষেত্রে, দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়। এই আইনে কোনও সাংসদকে অযোগ্য ঘোষণা করা না করার ক্ষমতা থাকে অধ্যক্ষের। এই পরিস্থিতিতে তাঁরা অধ্যক্ষের পদটি চাইছেন।
তবে, শোনা যাচ্ছে লোকসভার নয়া অধ্যক্ষ হওয়ার বিষয়ে এগিয়ে আছেন দগ্গুবতী পুরন্দেশ্বরী। তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা, এনটি রামা রাও-এর মেয়ে তিনি। বর্তমানে অন্ধ্র প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পদে আছেন দগ্গুবতী পুরন্দেশ্বরী। এর আগে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।
