AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জম্মু থেকে রাজস্থান কেঁপেছে তাঁর ভয়ে, নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

Next Army Chief: প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনা প্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। তাঁর জায়গায় এই পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 

জম্মু থেকে রাজস্থান কেঁপেছে তাঁর ভয়ে, নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
পরবর্তী সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।Image Credit: Twitter
| Updated on: Jun 12, 2024 | 7:31 AM
Share

নয়া দিল্লি: তৃতীয়বার মোদী সরকার গঠন হতেই নতুন সেনা প্রধান পেল দেশ। পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Lt General Upendra Dwivedi)। আগামী ৩০ জুন বর্তমান সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে অবসর নেবেন। তারপরই দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবারই মোদী সরকারের তরফে উপেন্দ্র দ্বিবেদীর নাম পরবর্তী চিফ অব আর্মি স্টাফ হিসাবে ঘোষণা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনা প্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। তাঁর জায়গায় এই পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্রসঙ্গত, গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়।

কে এই উপেন্দ্র দ্বিবেদী?

সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন। ৩৯ বছরের সেনা হিসাবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন।

সেনা হেডকোয়ার্টারে ডেপুটি চিফ হিসাবে যেমন কাজ করেছেন, তেমনই হিমাচল প্রদেশে নবম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী। ২০২২ সাল থেকে তিনি নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন।

একদিকে তিনি যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তেমনই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর।