AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajit Pawar: ‘রাজনীতি কেউ চিরশত্রু বা বন্ধু হয় না…’, অজিতের মন্তব্য়ে আরও গুঞ্জন মহা-রাজনীতিতে

Maharashtra Politics: তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। রবিবার তিনি বললেন, "রাজনীতিতে কোনও চিরকালীন বন্ধু বা শত্রু হয় না।"

Ajit Pawar: 'রাজনীতি কেউ চিরশত্রু বা বন্ধু হয় না...', অজিতের মন্তব্য়ে আরও গুঞ্জন মহা-রাজনীতিতে
অজিত পওয়ার।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 8:54 AM
Share

মুম্বই: সম্পর্ক বড়ই জটিল, এ কথা সকলেরই জানা। কিন্তু কাকা-ভাইপোর সম্পর্কের সমীকরণ বুঝতে গিয়ে নাকানি-চোবানি খেতে হচ্ছে পোড় খাওয়া রাজনৈতিক বিশ্লেষকদেরও। কখনও শরদ পওয়ার বলছেন, ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar) এনসিপিতেই রয়েছেন, আবার কখনও ভাইপো দলের উপর অধিকার দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। মহারাষ্ট্রের রাজনীতিতে জটিলতা তৈরি হয়েছে এনসিপি(NCP)-কে ঘিরে। এরই মাঝে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। রবিবার তিনি বললেন, “রাজনীতিতে কোনও চিরকালীন বন্ধু বা শত্রু হয় না।” 

রবিবার মহারাষ্ট্রের বিডে একটি জনসভায় অজিত পওয়ার বলেন, “আমরা মহাযুতি (বিজেপি-শিবসেনার জোট) যোগ দিয়েছি সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। রাজ্যের উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। রাজনীতিতে কেউ চিরকালীন বন্ধু বা শত্রু নয় না। আমরা মহারাষ্ট্রের সকল বাসিন্দাদের বলতে চাই, আমরা  মহাযুতি জোটে যোগ দিলেও, আমাদের দায়িত্ব সমস্ত বর্ণ ও শ্রেণির মানুষকে রক্ষা করা। আমরা কৃষকদের উন্নয়নের জন্য কাজ করব। জল ছাড়া তো কৃষিকাজ হয় না। আমি যখন রাজ্যে জল সম্পদ বিভাগের দায়িত্বে ছিলাম, তখন অনেক কাজ করেছি।”

মহারাষ্ট্রে পেঁয়াজের নিলাম নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে অজিত পওয়ার জানান, রাজ্য কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডেকে তিনি দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে কথা বলতে বলেছিলেন। তিনি বলেন, “যবে থেকে পেঁয়াজ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তবে থেকে প্রচুর ফোন এসেছে। বিরোধী সবসময় ভুল তথ্য দেয়। আমি ধনঞ্জয়কে বলেছিলাম দিল্লি যেতে এবং কেন্দ্রের সাহায্য চাইতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৎক্ষণাৎ ২৪ টাকা কেজি দরে ২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিনে নিয়েছেন।”