AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devendra Fadnavis: ‘মুখ্যমন্ত্রী হতে চাওয়া খারাপ নয়, কিন্তু…’, অজিত পওয়ারের মুখ্য়মন্ত্রী হওয়ার শখ শুনে এ কী বললেন উপমুখ্য়মন্ত্রী ফড়ণবীস

Maharashtra Assembly Election 2024: শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস এনসিপি নেতা অজিত পওয়ারকে কটাক্ষ করেই বলেন, "মুখ্যমন্ত্রী হতে চাওয়া খারাপ কোনও বিষয় নয়, কিন্তু যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন না।" 

Devendra Fadnavis: 'মুখ্যমন্ত্রী হতে চাওয়া খারাপ নয়, কিন্তু...', অজিত পওয়ারের মুখ্য়মন্ত্রী হওয়ার শখ শুনে এ কী বললেন উপমুখ্য়মন্ত্রী ফড়ণবীস
দেবেন্দ্র ফড়ণবীস ও অজিত পওয়ার।
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 10:21 AM
Share

মুম্বই: ২০২৪ সাল অবধি অপেক্ষা কেন, এখনই মুখ্যমন্ত্রী হতে চান এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar)। শুক্রবার তাঁর করা এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জলঘোলা। ফের একবার উঠে আসছে দল বদলের জল্পনাও। তবে কি মুখ্যমন্ত্রী পদ পেতে বিজেপিতে যোগ দিতে চলেছেন অজিত পওয়ার? এই প্রশ্নই এখন সকলের মুখে। তবে বিজেপি(BJP)-র তরফে সেভাবে তাঁকে স্বাগত জানানোর জন্য আগ্রহ দেখাচ্ছেন না কেউ। পওয়ারের বিজেপিতে যোগের জল্পনা শুরু হওয়ার পরই শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) দলে বিদ্রোহ শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। এবার ‘ঠান্ডা’ প্রতিক্রিয়া দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। শনিবার তিনি অজিত পওয়ারকে কটাক্ষ করেই বলেন, “মুখ্যমন্ত্রী হতে চাওয়া খারাপ কোনও বিষয় নয়, কিন্তু যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন না।” 

শুক্রবারই এনসিপি নেতা অজিত পওয়ার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সে বিষয় নিয়ে শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি অজিত পওয়ারের সাক্ষাৎকার দেখিনি। মুখ্যমন্ত্রী হতে চাওয়ার ইচ্ছায় কোনও খারাপ নেই, অনেকেই এই পদ চান, কিন্ত সকলে তা অর্জন করতে পারেন না। আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি।

মহা বিকাশ আগাড়ি জোটকেও আক্রমণ করতে ছাড়েননি মহারাষ্ট্রের বিজেপি নেতা। দেবেন্দ্র ফড়ণবীস বলেন, “আমি জানি না মহা বিকাশ আগাড়ি জোটের অন্দরে কী হচ্ছে। আমি আগেও বহুবার বলেছি যে ওনারা যে বজ্রমুঠির কথা বলছেন, কিন্তু ওই মুঠিতে অনেক ফাটল রয়েছে। তা কখনওই বজ্রমুঠি হতে পারে না। ”

প্রসঙ্গত, শুক্রবার একটি সাক্ষাৎকারে এনসিপি নেতা অজিত পওয়ারকে ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই জানতে চাওয়া হয়েছিল তিনি ২০২৪ সালে মুখ্য়মন্ত্রী হতে চান নাকি। জবাবে অজিত পওয়ার বলেছিলেন, “২০২৪ কেনস আমি তো এখনই মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত।”