Maharashtra News: পালিয়ে বিয়ে করেছে ভাগ্নি, রেগে লাল মামা! বিষের শিশি হাতে পৌঁছল বিয়ে বাড়িতে, তারপর…
Maharashtra News: পালিয়ে বিয়ে করেছে ভাগ্নি। রেগে লাল মামা। বদলা নিতে শেষমেশ খাবারে বিষ মেশানোর চেষ্টা।
মুম্বই: পালিয়ে বিয়ে করেছে ভাগ্নি। রেগে লাল মামা। বদলা নিতে শেষমেশ খাবারে বিষ মেশানোর চেষ্টা। পলাতক অভিযুক্ত। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই খবর।
ঘটনা মহারাষ্ট্রের কোলাপুরের জেলার উত্রে গ্রামের। নিজের ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের ভোজে বিষ মেশানোর চেষ্টায় অভিযুক্ত খোদ মামা। অনুষ্ঠানের ফাঁকেই খাবারে বিষ মেশানোর চেষ্টা করেন অভিযুক্ত মহেশ পাটিল। তবে চুপিসাড়ে কাজ সারতে গিয়ে ধরা খেয়ে বসেন তিনি। প্রাণ বাঁচাতে পালান ঘটনাস্থল ছেড়ে। ইতিমধ্যে মামার বিরুদ্ধে বেঁকে বসেছে ভাগ্নি ও তাঁর পরিবার। দায়ের হয়েছে মামলাও।
উল্লেখ্য, দিনকয়েক আগেই পালিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করেন অভিযুক্তের ভাগ্নি। অনুমতি ছাড়াই এই রকম কাণ্ড ঘটানোয় বেঁকে বসেন মামা। ক্ষেপে যান প্রচণ্ড। মেয়ের পরিবার মেনে নিলেও গোটা ঘটনাটিকে বারবার বিষয়টিকে ‘ন্যক্কারজনক’ বলে দাবি করতে থাকেন অভিযুক্ত। আর সেই রাগ থেকেই নাকি বিয়ে বাড়ির খাবারে বিষ মেশানোর সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যয় সংহিতার যথাক্রমে ২৮৬ ও ১২৫ ধারার ভিত্তিতে পানহালা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই থানার সাব-ইন্সপেক্টর জানান, ‘সম্প্রতি অভিযুক্তের ভাগ্নি গ্রামেরই একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ও পালিয়ে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে কোনও ভাবেই মন থেকে মেনে নিতে পারেননি অভিযুক্ত মামা। সেই কারণেই তার মনে তৈরি হয় প্রতিশোধ স্পৃহা। সম্মানহানির বদলা নিতে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যান খাবারে বিষ মেশাতে। কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে গিয়ে ধরা খায় সে। প্রাণ বাঁচাতে পালিয়ে যান তিনি।’