Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: সাংসদ পদে কাঁচি, কোন অভিযোগ স্বীকার, কোনটা অস্বীকার মহুয়ার?

Mahua Moitra: মহুয়া মৈত্র তাঁর সংসদীয় ই-মেলের লগইন আইডি ও পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। আজ লোকসভাতেও মহুয়া ইস্যুতে ভোটাভুটির আগে এই নিয়ে চর্চা হয়েছে। কীভাবে একজন সাংসদ নিজের সংসদীয় ইমেলের লগইন সংক্রান্ত নথি অন্যকে দিয়ে দিতে পারেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

Mahua Moitra: সাংসদ পদে কাঁচি, কোন অভিযোগ স্বীকার, কোনটা অস্বীকার মহুয়ার?
মহুয়া মৈত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 5:40 PM

কলকাতা: ক্যাশ ফর কোয়ারি বিতর্কে অবশেষে কোপ পড়েছে মহুয়ার সাংসদ পদে। সংসদীয় এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। মূলত কী অভিযোগ ছিল মহুয়ার বিরুদ্ধে?

‘ঘুষের’ বিনিময়ে প্রশ্ন?

প্রথম এই অভিযোগটি তুলেছিলেন মহুয়া মৈত্রর প্রাক্তন সঙ্গী জয় অনন্ত দেহদরাই। পরে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নিয়ে নালিশ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অভিযোগ ছিল, লোকসভায় প্রশ্ন তোলার জন্য দুবাই নিবাসী ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে দামি উপহার ও নগদ টাকা নিয়েছিলেন মহুয়া মৈত্র।

টাকা-পয়সার লেনদেন? কোনও প্রমাণই নেই, দাবি মহুয়ার

টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সোজা সাপ্টা জবাব দিয়েছেন মহুয়াও। পুরোটাই রাজনৈতিক অভিসন্ধি হিসেবেই ব্যাখ্যা করছেন তিনি। টাকা পয়সার লেনদেন সংক্রান্ত যেসব অভিযোগ উঠে আসছে, সে বিষয়ে এথিক্স কমিটির কাছে কোনও প্রমাণই নেই বলে দাবি মহুয়া মৈত্রর।

সংসদীয় ই-মেলের লগইন আইডি – পাসওয়ার্ডও অন্যের হাতে?

মহুয়া মৈত্র তাঁর সংসদীয় ই-মেলের লগইন আইডি ও পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। আজ লোকসভাতেও মহুয়া ইস্যুতে ভোটাভুটির আগে এই নিয়ে চর্চা হয়েছে। কীভাবে একজন সাংসদ নিজের সংসদীয় ইমেলের লগইন সংক্রান্ত নথি অন্যকে দিয়ে দিতে পারেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধরনের ঘটনা জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক বলেও দাবি করেছে বিজেপি।

আইডি-পাসওয়ার্ড শেয়ার তো আম ব্যাপার, দাবি মহুয়ার

টাকা নেওয়ার অভিযোগের কোনও প্রমাণ নেই বলে দাবি করলেও, নিজের ইমেলের লগইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার করার বিষয়টি মেনে নিয়েছেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, এটা তো সাংসদদের মধ্যে খুবই সাধারণ ব্যাপার। তবে, মহুয়ার বক্তব্য, যা কিছু প্রশ্ন করা হত, সেটি তিনিই লিখে দিতেন। পরে হিরানন্দানির অফিস থেকে সেগুলি টাইপ করে দেওয়া হত।

মহুয়াকে কি সত্যিই উপহার দিয়েছিলেন হিরানন্দানি?

দুবাইয়ের ব্যবসায়ী হিরানন্দানির বয়ানও জমা নেওয়া হয়েছে। দুবাইয়ে ভারতের কনস্যুলেট জেনারেলের কাছে তাঁর বয়ান নেওয়া হয়েছে। সেখানে হিরানন্দানি স্বীকার করেছেন তিনি মহুয়াকে দামি উপহার দিয়েছেন। এছাড়া মহুয়ার অফিশিয়াল বাংলো সংস্কারের জন্যও তিনি সাহায্য করেছেন বলে জানিয়েছেন। স্বীকার করেছেন, প্রশ্ন আপলোড করার জন্য মহুয়ার লগ ইন ক্রেডেনশিয়াল ব্যবহারের কথাও।