Mamata Banerjee: নজরে উত্তর-পূর্ব, চলতি মাসেই মেঘালয় সফরের সম্ভাবনা মমতার
Mamata Banerjee: ত্রিপুরা, গোয়া, উত্তর প্রদেশ, অসমের পাশাপাশি মেঘালয়েও এবার মাটি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
কলকাতা: মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২১ ডিসেম্বর মেঘালয়ে যাচ্ছেন তিনি। এর আগে অসমে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে এক রাত থেকে, তার পর মেঘালয়ের পথে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। এখনও অবধি যা সূচি রয়েছে, তাতে ২০ ডিসেম্বর দুপুরে অসমে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে ২১ ডিসেম্বর সকালে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন তিনি। এরপরই সড়কপথে মেঘালয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, ত্রিপুরা, গোয়া, উত্তর প্রদেশ, অসমের পাশাপাশি মেঘালয়েও এবার মাটি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের সে রাজ্যের যুব সভাপতি রিচার্ড মারাক। এরই মধ্যেই খবর মেঘালয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মেঘালয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন বাড়াতে শুরু করেছে। মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্ব মনে করছেন, মেঘালয়ে তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সমস্ত বিষয় নিয়ে মেঘালয়ে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
Meghalaya Trinamool Congress family keeps getting bigger and stronger!
Inspired by @MamataOfficial and her fearless spirit, several members from Youth Congress joined us today in Tura. We heartily welcome everyone and look forward to working together! pic.twitter.com/jEVPlw127H
— AITC Meghalaya (@AITC4Meghalaya) December 9, 2021
মেঘালয় বিধানসভার যিনি বিরোধী দলনেতা তাঁর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের মুখোমুখিও হতে পারেন সেখানে। যেহেতু দল মেঘালয়ে বিস্তার করছে এবং উত্তর পূর্ব ভারত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম পাখির চোখ, সে কারণেই এই মেঘালয় সফর বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর তৃণমূলে আসার পর মুকুল সাংমা বলেছিলেন, “আমরা নির্বাচনে পরাজয়ের জন্য অংশগ্রহণ করছি, এটা চলতেই পারে। কংগ্রেসের এই মনোভাবের কারণেই আমরা ওই দল ছেড়ে বেরিয়ে এসেছি।”
সাংমা গত নির্বাচনে পরাজয়ের কারণও বিশ্লেষণ করেন। তিনি জানিয়েছেন, বিগত কয়েকবছরে বিভিন্ন রাজ্যে কংগ্রেস দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু সেই দুর্বলতা থেকে শক্তি বাড়ানোরস কোনও পরিকল্পনা কংগ্রেসের নেই।
তিনি আরও জানিয়েছিলেন, ‘কংগ্রেস দলে কোনও আশার আলো দেখা যাচ্ছে না। হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ হয়ে পড়েছে। তাদের পক্ষেই আমাদের এই সিদ্ধান্ত।’ আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গোটা মেঘালয় জুড়ে তৃণমূলের পতাকা উড়বে বলে উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিধায়কেরা। দলের বিধায়করা চার্লস পিনগ্রোপকে দলের মেঘালয়ের ইউনিটের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন। তার আগেই মুকুল সাংমা বিধানসভায় দলের নেতা মনোনীত হয়েছিলেন।