UP Encounter: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম পুলিশ কন্সটেবলের উপরে হামলাকারী, আহত ২ সহকারী
Encounter: গত মাসে সরযূ এক্সপ্রেস থেকে এক মহিলা কন্সটেবলকে উদ্ধার করা হয়। অযোধ্যার কাছাকাছি ট্রেনটি পৌঁছতেই দেখা যায়, ফাঁকা কামরা রক্তে ভাসছে। তার মাঝে পড়ে রয়েছেন ওই কন্সটেবল। মুখে ও মাথায় গুরুতর আঘাত ছিল।
লখনউ: চলন্ত ট্রেনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মহিলা কনস্টেবল (Woman Constable)। মুখে ও মাথায় গুরুতর চোট ছিল। ওই ঘটনায় প্রধান অভিযুক্তকে এনকাউন্টারে (Encounter) খতম করল উত্তর প্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। শুক্রবার সকালেই এই খবর মেলে। জানা গিয়েছে, ট্রেনে মহিলা কন্সটেবলের উপরে হামলা করার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করা হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে শুটআউট শুরু হয় পুলিশের। গুলির লড়াইয়ে এক অভিযুক্তের মৃত্যু হয়। আহত হয়েছে অভিযুক্তের দুই সহকারী। তাদের গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গত মাসে সরযূ এক্সপ্রেস থেকে এক মহিলা কন্সটেবলকে উদ্ধার করা হয়। অযোধ্যার কাছাকাছি ট্রেনটি পৌঁছতেই দেখা যায়, ফাঁকা কামরা রক্তে ভাসছে। তার মাঝে পড়ে রয়েছেন ওই কন্সটেবল। মুখে ও মাথায় গুরুতর আঘাত ছিল। বর্তমানে ওই কন্সটেবল লখনউয়ের হাসপাতালে চিকিৎসাধীন।
এ দিন লখনউ পুলিশের স্পেশাল ডিজি প্রশান্ত কুমার বলেন, “সরযূ এক্সপ্রেসে মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল অনীশ। আজ তাঁকে ধরতে অযোধ্যার পুরা কালান্দারে অভিযান চালালে, অভিযুক্ত ও তাঁর সহকারীরা গুলি চালায়। এনকাউন্টারে অনীশ গুরুতর আহত হয়। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর দুই সহকারী আজাদ ও বিশ্বম্ভর দয়াল দুবে আহত হয়েছে। তাদের গ্রেফতার করেছে পুলিশ।”