Fire Crackers Burst: বিকট শব্দে আচমকাই ফাটল স্কুটারে থাকা বাজি, দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 05, 2021 | 7:25 PM

Crackers burst in Scooter: ঘটনায় ওই স্কুটার চালক এবং তাঁর ছেলের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উল্টোদিক থেকে আসা মোটর সাইকেল আরোহী সহ আরও তিন জন। মৃতদের নাম কলাইনেসান (৩৫) এবং তাঁর ছেলে প্রদেশ (৭)।

Fire Crackers Burst: বিকট শব্দে আচমকাই ফাটল স্কুটারে থাকা বাজি, দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের
হঠাৎ বিকট শব্দে ফাটল বাজি

Follow Us

চেন্নাই : স্কুটার ভরতি করে বাজি নিয়ে আসা হচ্ছিল। স্কুটার চালাচ্ছেন এক ব্যক্তি, সঙ্গে তাঁর ছোট ছেলেও বসে রয়েছে। হঠাৎ বিকট আওয়াজ। স্কুটারে থাকা বাজি ফেটে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরান জেলায়।

দীপাবলির খুশি যে এভাবে তাঁদের জীবনটা শেষ করে দেবে, তা হয়ত কেউই ভাবতে পারেননি। ছোট্ট ছেলেটা, আশায় ছিল… বাড়ি গিয়ে বাজিগুলো ফাটাবে। কিন্তু তা আর হল না। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজনে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাচ্ছে কী বীভৎস ছিল সেই দৃশ্য।

স্কুটারটি পুলিশের ব্যারিকেড পার করে একটু এগোতেই হঠাৎ বিকট শব্দে বাজি ফেটে ওঠে। উল্টোদিক থেকে আরও একটি দুই চাকার মোটর সাইকেল আসছিল। ঘটনার আকস্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সেই গাড়িটিও।

ঘটনার এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ছেলেটি দুই বান্ডেল বাজির উপর বসে ছিল আর সেই বাজিগুলি শক্ত করে স্কুটারের সামনে বাঁধা ছিল। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাজির মধ্যে যে চাপ পড়ছিল, এব যে ঘষা লাগছিল অনবরত, তার জেরেই বাজিগুলি ফেটে গিয়েছে। তাঁদের অনুমান, উল্টোদিক থেকে মোটর সাইকেলটি এসে পড়ায় স্কুটারে সম্ভবত একটি ‘জার্ক’ তৈরি হয়েছিল। আর তার থেকেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন তাঁরা।

ঘটনায় ওই স্কুটার চালক এবং তাঁর ছেলের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উল্টোদিক থেকে আসা মোটর সাইকেল আরোহী সহ আরও তিন জন। মৃতদের নাম কলাইনেসান (৩৫) এবং তাঁর ছেলে প্রদেশ (৭)। কলাইনেসান একটি গাড়ির যন্ত্রাংশের কম্পানিতে কাজ করতেন। তাঁরা পুডুচেরি থেকে বাজি নিয়ে ভিল্লুমুরম জেলায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সেখানেই কলাইনেসানের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে একসঙ্গে দীপাবলি পালনের কথা ছিল। কিন্তু সেই দীপাবলি আর উদযাপন করা হল না। বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে, রাস্তাতেই দুর্ঘটনায় প্রাণ হারায় বাবা ও ছেলে।

এই দুর্ঘটনা এবং বাজি ফাটার তীব্রতা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ওই বাজিগুলি কোনও বেআইনি কারখানায় তৈরি হয়েছিল কিনা। তবে তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, “এগুলি দেশি বাজি হলেও আইনত বৈধ কারখানাতেই তৈরি হয়েছিল।”

আরও পড়ুন : Delhi: নিষেধ সত্ত্বেও বাজি ফাটিয়ে দিওয়ালি উদযাপন, দিল্লিতে বায়ু দূষণ চরমে

আরও পড়ুন : Srinagar-Sharjah flight: কোনও বদল নেই পাকিস্তানের! বিমান চালাতে কূটনৈতিক স্তরে কথাবার্তা চালাচ্ছে ভারত

আরও পড়ুন: Kashmir: জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জঙ্গিদের হাসপাতালে হামলার ছক

Next Article