পরপুরুষের সঙ্গে বিছানায় স্ত্রী! ‘চরম অবস্থায়’ দেখে ফেলতেই যুবক যা করলেন…গায়ে কাঁটা দেবে
Crime: শঙ্কর কাজে বেরনোর সময় শঙ্কর তাঁর স্ত্রীকে বলে গিয়েছিলেন যে পরেরদিন সকালে বাড়ি ফিরবেন। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় মাঝরাতেই বাড়ি ফিরে আসেন। বাড়িতে ঢুকে তিনি চমকে ওঠেন। বেডরুমে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন।

বেঙ্গালুরু: হেলতে-দুলতে ঢুকলেন থানায়। হাতে ধরা কাটা মুণ্ড! স্ত্রীয়ের মুণ্ড কেটে থানায় ঢুকলেন স্বামী। জানালেন, স্ত্রীর মন মজেছিল পরপুরুষে। তাঁকে অন্য পুরুষের সঙ্গে হাতেনাতে ধরেছিলেন। তাই উচিত শিক্ষা দিয়েছেন।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। আনেকাল এলাকার বাসিন্দা শঙ্কর (২৮) তাঁর স্ত্রী মনসা (২৬)-কে খুন করেন। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সে বিষয়ে জানতে পেরেই তাদের মধ্যে ব্যাপক বচসা হয়। এরপরই তিনি স্ত্রীর মুণ্ড কেটে আলাদা করে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জুন শঙ্কর কাজে বেরনোর সময় শঙ্কর তাঁর স্ত্রীকে বলে গিয়েছিলেন যে পরেরদিন সকালে বাড়ি ফিরবেন। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় মাঝরাতেই বাড়ি ফিরে আসেন। বাড়িতে ঢুকে তিনি চমকে ওঠেন। বেডরুমে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন। এরপরই তুমুল বচসা শুরু হয়। ঝগড়ার পর মনসা বাড়ি ছেড়ে চলে যান।
তবে অশান্তি থামেনি। প্রায়দিনই বাড়ি ফিরে এসে ঝগড়াঝাটি করছিলেন মনসা। বারবার এই ঝামেলায় বিরক্ত হয়েই চরম সিদ্ধান্ত নেন শঙ্কর। রাগের বশে স্ত্রীর মুণ্ড কেটে নেন। এরপর তিনি সেই কাটা মুণ্ড নিয়ে থানায় হাজির হন আত্মসমর্পণ করতে।
পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে ওই যুবকের বাড়ি থেকে দেহ উদ্ধার করে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

