AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: দু’দিন আগেও ছিল হবু বউমা, রাতারাতি হয়ে গেল সতীন! স্তম্ভিত শাশুড়ি

Relationship: বছর পঞ্চান্নর ওই ব্যক্তি এক বছর আগে আজিম নগরে এক যুবতীকে দেখতে যান নিজের ছেলের পাত্রী হিসাবে। বিয়ে ঠিক হয়। বাগদানও হয়ে যায়। বিয়ের প্রস্তুতির কথাবার্তা বলতেই বেশ কয়েকবার হবু বউমার বাড়িতে যাতায়াত করেছিলেন ওই ব্যক্তি।

Bizarre: দু'দিন আগেও ছিল হবু বউমা, রাতারাতি হয়ে গেল সতীন! স্তম্ভিত শাশুড়ি
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Jun 20, 2025 | 1:35 PM
Share

লখনউ:  ছেলের জন্য পছন্দ করতে গিয়েছিলেন পুত্রবধূ, সেই পাত্রীকে পছন্দ হয়ে গেল নিজেরই! ব্যস আর দেখে কে। লাজ-লজ্জা ভুলে বছর পঞ্চান্নর ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন যে গোটা গ্রামে ঢি পড়ে গেল। মাথায় হাত ছেলেরও। বাবা বাড়ি ফিরতেই আরেক কাণ্ড হল।

সম্প্রতিই উত্তর প্রদেশের আলিগড়ে এক মহিলা তাঁর হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এবার সেই ঘটনারই ছায়া রামপুরে। এবার পাত্রীকে নিয়ে পালিয়ে গেলেন হবু পাত্রের বাবা!  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বছর পঞ্চান্নর ওই ব্যক্তি এক বছর আগে আজিম নগরে এক যুবতীকে দেখতে যান নিজের ছেলের পাত্রী হিসাবে। বিয়ে ঠিক হয়। বাগদানও হয়ে যায়। বিয়ের প্রস্তুতির কথাবার্তা বলতেই বেশ কয়েকবার হবু বউমার বাড়িতে যাতায়াত করেছিলেন ওই ব্যক্তি। তখনই যুবতীর সঙ্গে কথা বলে তাঁকে ভাল লেগে যায়। মনের কথা জানান, ওপ্রান্ত থেকেও সাড়া মেলে। দুই পরিবারের অজান্তেই ওই ব্যক্তি সম্পর্ক গড়ে তোলেন হবু পুত্রবধূর সঙ্গে।

আটদিন আগে, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নামে যুবতীকে গাড়ি করে নিয়ে যান। বিকেলেও যখন ফেরেনি, তখন ওই ব্যক্তিকে ফোন করেন যুবতীর পরিবারের সদস্যরা। তিনি জানান, যুবতীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুই দিন এভাবেই নানা অছিলা দিয়ে কাটিয়ে দেন।

তিনদিনের দিন, ওই ব্যক্তি যুবতীকে বিয়ে করে বাড়িতে আনেন। এরপরই ব্যাপক বচসা শুরু হয়। এমনকী, বাবা-ছেলের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। যুবতীর পরিবারেও খবর দেওয়া হয়। ওই ব্যক্তির প্রথম স্ত্রীর সঙ্গেও ধুন্ধুমার বাধে। শেষে পঞ্চায়েত বসানো হয়। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে ওই ব্যক্তি ও তাঁর নতুন স্ত্রীকে বের করে দেওয়া হয়।