Murder Case: চাকরি যাওয়ায় সংস্থার মালিক-সহ তিনজনকে কুপিয়ে খুন করার অভিযোগ
Gujarat: গুজরাতের সুরাটের আমরোলি এলাকায় রয়েছে বেদান্ত টেক্সো। সেটি এমব্রয়াডারি সংস্থা। ওই সংস্থাতেই কাজ করতেন খুনে অভিযুক্ত ব্যক্তি।
সুরাট: নাইট শিফটে ডিউটি ছিল। সেই ডিউটিতে দিয়ে ঘুমোতেন। এক দিন ধরাও পড়ে যান। এর পর তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এর পরই সংস্থার মালিকের উপর ক্ষিপ্ত ছিলেন তিনি। এর পর এক সহযোগীকে নিয়ে সংস্থার মালিকে উপর চড়াও হন চাকরি থেকে বরখাস্ত হওয়া ওই ব্যক্তি। সেখানে গিয়ে ছুরি দিয়ে কোপাতে থাকেন সংস্থার মালিককে। তাঁর কাকা এবং বাবাও উপস্থিত ছিলেন সেখানে। তাঁদেরকেও কুপিয়েছেন ওই দুই আততায়ী। এর জেরে মৃত্যু হয়েছে ওই তিন জনের। এই হাড় হিম করা ঘটনা রবিবার ঘটেছে গুজরাতের সুরাটে।
গুজরাতের সুরাটের আমরোলি এলাকায় রয়েছে বেদান্ত টেক্সো। সেটি এমব্রয়াডারি সংস্থা। ওই সংস্থাতেই কাজ করতেন খুনে অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, ওই সংস্থায় কাজ করার সময় নাইট ডিউটি পড়ত তাঁর। সেই ডিউটির সময় ঘুমিয়ে পড়তেন তিনি। ধরা পড়ে চাকরি খোয়াতে হয়েছিল তাঁকে। সেই শোধ নিতেই ওই সংস্থার মালিকের উপর হামলা চালান বলে অভিযোগ। নিজের এক সঙ্গীকে নিয়ে এই হামলায় চালান অভিযুক্ত। খুনে জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনর তদন্তের জন্য ইতিমধ্যেই এসআইটি (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে পুলিশ।
কারখানার মধ্যেই খুন হওয়া ব্যক্তিরা হলেন কল্পেশ ঢোকালিয়া (৩৬), ধানজি ঢোকালিয়া (৬১) ও ঘনশ্যাম ঢোকালিয়া (৪৮)। কল্পেশ ওই ফার্মের মালির। বাকি দুজন তাঁর বাবা ও কাকা। ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, ছুরি হাতে কারখানার ভিতরে ঢুকছেন আততায়ী। তাঁর সঙ্গে রয়েছেন আর এক জন। কারখানায় ঢুকে কারখানার মালিককে ছুরি মারতে শুরু করলেন তিনি। এই আঘাতেই মৃত্যু হয়েছে তিনজনের।