Manipur CM: মণিপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের প্রাক্কালে দুষ্কৃতী-তাণ্ডব, উত্তেজনা এলাকায়
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী ওই জিমের হলের ভিতর ঢুকে চেয়ার, টেবিলে ভাঙচুর চালাচ্ছে। খেলাধূলার সরঞ্জামে আগুনও ধরিয়ে দেয়।
ইম্ফল: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur CM) এন. বীরেন সিংয়ের অনুষ্ঠান। তার আগেই ভাঙচুর চালানো হল ওই অনুষ্ঠান স্থল। রাজধানী ইম্ফল (Imphal) থেকে ৬৩ কিলোমিটার দূরে রাজ্যের চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো হল। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার চূড়াচাঁদপুর জেলায় একটি জিমের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের। সেখানে জিমের সঙ্গে খেলাধূলা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু,সেটি উদ্বোধনের আগে বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী তাণ্ডব চালাল সেখানে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী ওই জিমের হলের ভিতর ঢুকে চেয়ার, টেবিলে ভাঙচুর চালাচ্ছে। খেলাধূলার সরঞ্জামে আগুনও ধরিয়ে দেয়।
পরে মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত অনুষ্ঠানস্থলে তাণ্ডব চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুন নেভানো হয়। তবে কারা, কেন এই তাণ্ডব চালাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি বাতিলের কথা এখনও পর্যন্ত বাতিলের ঘোষণা করেনি কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে।